নিয়মিত করোনা আপডেট প্রচার করায় দর্শক হারাচ্ছে বিটিভি

৩২৪ পঠিত ... ১৫:৫০, জুন ২৪, ২০২০

দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ার সমান তালে কমে যাচ্ছে বিটিভির দর্শক সংখ্যা। তবে বিটিভির টিআরপি উপর বড় মাপের এই ধাক্কার জন্য দর্শকরা করোনাভাইরাসকে নয়, দুষছে কর্তৃপক্ষের করোনা আপডেট প্রচারের সিদ্ধান্তকে। 'বাংলাদেশ শান্তি প্রিয় ক্লাব' নামে বিটিভির একটি ফ্যান গ্রুপ থেকে এমনটাই জানানো হয়।

এ বিষয়ে নাম ও অশান্তি প্রকাশে অনিচ্ছুক এক প্রাক্তন মহাপরিচালক বিভিটির ঐতিহ্য নষ্ট হওয়ার অভিযোগ জানিয়ে বলেন, 'বিভিটির প্রধান ও সবচেয়ে আকর্ষণীয় বিষয়ই হলো 'শান্তি প্রিয় খবর'। কোনো খারাপ খবর বিটিভির সাথে যায় না। দেশে যদি কেয়ামতও হয়ে যায়, আপনি বিটিভি খুললে অবশ্যই শান্তি পাবেন। সেখানে করোনা আপডেট প্রচারের মাধ্যমে অশান্তি ঢুকিয়ে বিটিভির ঐতিহ্যের উপর আঘাত করা হচ্ছে! পেপার-পত্রিকা বা অন্য চ্যানেলের খবর বাদ দিয়ে শুধু বিটিভি দেখতাম, এখন আর সেটাও দেখার মতো থাকলো না।'

এ পর্যায়ে তিনি 'বিটিভিকে বয়কট করলাম' টাইপ হুংকার দিয়ে অন্যদেরকেও বিটিভি বয়কট করার আহ্বান জানান।

এদিকে বিটিভিতে করোনা আপডেট প্রচারের পর থেকে হাসপাতালের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। জানা গেছে, বিষণ্ণতায় ভোগা এত রোগী এর আগে কখনোই দেখা যায়নি। বিটিভির এমন সিদ্ধান্তের সমালোচনা করে তাই ফেসবুকে মেয়েদের ইনবক্সে সাইকোলজিস্ট হিসেবে কর্মরত এক মনোচিকিৎসক জানালেন, 'আমাদের দেশে এমনিতেই মনোচিকিৎসক কম। তবে বিটিভির শান্তিপ্রিয় খবরের মাধ্যমে জিনিসটা বোঝা যেতো না। বিটিভি একলাই তো সামাল দিতো অর্ধেক রোগী। বাকি অর্ধেককে আমরা বিটিভি দেখার পরামর্শ দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাতাম। এখন এত রোগী কীভাবে সামলাবো?'

বিটিভির করোনা আপডেট প্রচারকে দেশ ও জাতির মানসিক স্বাস্থ্যের উপর বিরাট হুমকি বলে সাবধান করেন এই মনোচিকিৎসক।

তবে ফার্মেসি দোকানদাররা বিটিভির এমন সিদ্ধান্তের বেশ প্রশংসা করেছেন। ডিপ্রেশনের ঔষধ বিক্রি বেড়ে যাওয়ায় তারা বেশ খুশি। এমনই একজন বলেন, 'ডিপ্রেশনের ঔষধে মেলা লাভ। তার উপর এখন প্রচুর বিক্রি হচ্ছে। বিটিভিকে ধন্যবাদ।' তবে চটেছেন মানসিক অবসাদে ভোগা রোগীরা। এমন একজন বলেন, 'আগে ডিপ্রেশনের ওষুধ লাগতো না, দুইবেলা বিটিভি দেখে আর প্যারাসিটামল খেয়েই সুস্থ হয়ে যেতাম। ঐদিন বিটিভিতে করোনা আপডেট দেখার পর থেকে ট্রমায় ভুগছি। কিছুক্ষণ পর পরই পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে।'

তবে বিটিভিতে করোনা আপডেট প্রচারকে অনেকে দেখছেন মেটাফোরিক দৃষ্টিকোণ থেকে। এই বিষয়ে একজন ফেসবুক করোনা বিশেষজ্ঞ বলেন, 'বিটিভিতে করোনা আপডেট প্রচার মূলত করোনার ভয়াবহতাকে নির্দেষ করে। ভাবেন, কতটা ভয়ংকর অবস্থা হলে বিটিভিতেও এমন সত্যি খবর, সরি, অশান্তির খবর দেখানো হয়।'

৩২৪ পঠিত ... ১৫:৫০, জুন ২৪, ২০২০

Top