লা লীগায় এবার হাঁচি দিয়ে লাল কার্ড পেলেন রামোস, নিষিদ্ধ হচ্ছেন ১৪ দিন

৫৯৮ পঠিত ... ২১:১৯, জুন ২০, ২০২০

হেলমেট আর হকিস্টিক ছাড়াও যে লীগে খেলা যায় সেটা লা লীগায় সার্জিও রামোস এতদিন হাত-পা ব্যবহার করে প্রমাণ করে এসেছেন। ফ্রি হ্যান্ডে গুতা দেয়ার অসীম দক্ষতা তার আছে। ফুটবলের ভাষায় যেটাকে বলে 'বাজেভাবে ট্যাকল করা'৷ তবে এবার ওসব ঠোকাঠুকির মধ্যে না গিয়ে রামোস ব্যবহার করেছেন এক অভূতপূর্ব স্ট্রাটেজি। বলের দখল নিতে গিয়ে প্রতিপক্ষের এক খেলোয়ারের নাক বরাবর তিনি সজোরে দুইটি হাঁচি দিয়েছেন। আর ব্যতিক্রম এই কর্মকান্ডের জন্যই এবার তিনি খেয়েছেন লাল কার্ড৷

খেলার সময় WHO কতৃক প্রদত্ত হাঁচি দেয়ার নিয়ম না মানায় তাকে এই লাল কার্ড দেয়া হয়েছে বলে জনিয়েছেন রেফারি। রেফারি বলেন, 'বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটা ল্যাং মারার চেয়েও বড় অপরাধ। রামোস এ ধরনের কিছু ঘটাবে সেটা আমি আগেই সন্দেহ করছিলাম।'

এদিকে সকল অভিযোগ অস্বীকার করে রামোস বলেছেন, 'আমার ন্যাচারালি হাঁচি আসছিলো। আর আপনারা তো জানেন, কিম জং উন এবং হাঁচি -এই দুইটারে আটকানোর ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই।'

তবে খেলার ভিডিও বলছে অন্য কথা। ভিডিওতে দেখা যায় এই স্প্যানিশ ডিফেন্ডার বল কাড়তে দুবার চেষ্টা করে ব্যর্থ হলেন। তৃতীয়বার তিনি মুখের মাস্ক খুলে প্রতিপক্ষের ওই প্লেয়ারের দিকে ফিরে ইচ্ছাকৃতভাবে দুটি হাঁচি দিলেন। রামোস হাঁচি দেয়ার সাথে সাথে ওই প্লেয়ার অজ্ঞান হয়ে পড়ে যান। এতে ধারণা করা হচ্ছে রামোসের হাঁচিতে করোনার চেয়ে শক্তিশালী কোনো ভাইরাস বিদ্যমান।

এ ঘটনায় রামোসকে ১৪ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে দুঃখের বিষয়, অজ্ঞান হয়ে যাওয়া ওই প্লেয়ারকেও ১৪ দিন আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

৫৯৮ পঠিত ... ২১:১৯, জুন ২০, ২০২০

Top