চীন-ভারত যুদ্ধের সম্ভাবনায় বিশ্বব্যাপী বেড়ে গেছে পপকর্নের বিক্রি

৫৯৩ পঠিত ... ২২:৪৭, জুন ১৬, ২০২০

দুদিন আগে লাদাখ সীমান্ত দিয়ে ভারতের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে চীন। এ ঘটনায় মোদী ঠান্ডা থাকলেও রাহুল গান্ধীর টুইট বেশ বিতর্কের জন্ম দেয়। তবে কি চীন-ভারত যুদ্ধ আর ঠেকানো গেলো না, এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে সোশাল মিডিয়ার আনাচে-কানাচে ঠিক তখনই লাদাখ সীমান্তে চীন-ভারত সৈন্যদের মারামারি, হতাহত অর্ধশতাধিক, নিহত হয়েছে কমপক্ষে ২০ জন ভারতীয় জওয়ান। আর এতেই নড়েচড়ে বসেছে বিশ্ববাসী। তবে জানা গেছে, এ ঘটনার পরপরই বিশ্বব্যাপী বেড়েছে পপকর্নের বিক্রি৷

গত ছব্বিশ ঘন্টায় পপকর্নের বিক্রি সব চেয়ে বেশি হয়েছে আমেরিকায়। হোয়াইট হাউজ সূত্রে জানা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই খাওয়ার জন্য কিনেছেন আড়াইশো বস্তা পপকর্ন। এক ভিডিও বার্তায় ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেন, 'চলমান সংঘাতে পপকর্নের দোকান যেন লুট করা না হয়। আসন্ন পরিস্থিতিতে পপকর্ন ব্যবসায়ীদের টিকে থাকার জন্য সব ধরনের সহায়তা দেবে মার্কিন প্রশাসন।'

অন্যদিকে রাশিয়ায় ঘটেছে আরো চাঞ্চল্যকর ঘটনা। সেখানে আজ ব্যবসায়ীদের পপকর্ন বিক্রি রেকর্ড ছাড়িয়েছে। পপকর্ন বিক্রেতা পুতিনোভস্কি ঝলমলে চোখে আমাদের বলেন, 'এটা থার্টি ফোর পার্সেন্ট বেড়ে গেছে। কল্পনাকে ছাড়িয়ে গেছে আমার পপকর্নের বিক্রি৷ এ সময় তার সহকারী কালাশনিকভ গ্লাসে ভদকা ঢালতে ঢালতে চিৎকার করে বলেন, 'থ্রি চিয়ার্স টু চায়না এন্ড ইন্ডিয়া!'

অন্যদিকে পপকর্নের বিক্রিতে পিছিয়ে নেই বাংলাদেশও। ঘরে ঘরে পপকর্ন কেনার ধুম লেগেছে এখানেও। পপকর্ন কিনতেছে এমন একজন ক্রেতার সাথে কথা বলি আমরা। তিনি দশ প্যাকেট পপকর্ন অর্ডার দিয়ে বলেন, 'আসলে প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং দেখতে দেখতে আমি ক্লান্ত। এতদিন পর যখন একটু এঞ্জয়মেন্টের সুযোগ এলো, হাত ছাড়া করব কেন।'

যুদ্ধটা লাইভ দেখালে খুব ভাল হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, 'আমি নতুন টিভিও কিনেছি৷ যদি লাইভ দেখায় তাহলে একটা মুহূর্ত মিস করতে চাই না।'

তবে যথারীতি মাঠে নেমেছে খাদ্য অধিদপ্তর। পপকর্ন কিনে মজুদ করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তারা কাল থেকেই চালাবে অভিযান।

৫৯৩ পঠিত ... ২২:৪৭, জুন ১৬, ২০২০

Top