বাংলাদেশের কাছ থেকে করোনা সংক্রমণ কমানোর আইডিয়া চুরি করলেন ট্রাম্প

৪৯৮ পঠিত ... ২১:৫৬, জুন ১৬, ২০২০

করোনা সংক্রমণ নিয়ে আমেরিকার নায়েবে আমির জনাব ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনী এ পর্যন্ত নানান কথা বলেছেন। কখনো সেগুলোকে মনে হয়ছে নিতান্তই প্রেসিডেন্টের প্রলাপ আবার কখনো বা মনে হয়েছে সেগুলো গায়েবি উপায়ে প্রাপ্ত৷ তবে এবার যেন বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের ঘ্রাণ খুঁজে পাওয়া গেলো তার কথায়।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনাভাইরাস সনাক্তের পরীক্ষা বেশি হচ্ছে বলেই আমেরিকার বিভিন্ন রাজ্যে সংক্রমণ বেড়ে যাচ্ছে। এখনই টেস্টিং বন্ধ করলে দেখা যাবে সংক্রমণ হলেও খুবই অল্প হচ্ছে। ১৫ জুন বয়স্ক নাগরিকদের সহযোগিতাবিষয়ক এক সভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন (সূত্র: প্রথম আলো)।

প্রেসিডেন্টের এমন কথায় গুঞ্জন উঠেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর পাড়ায়। তবে কি বাংলাদেশের আইডিয়াই চুরি করলেন ট্রাম্প? এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের কেউই মুখ খুলতে চাননি। তবে অনেকেই লিখে জানিয়েছেন, 'বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টাদের সাথে ট্রাম্পের হয়তো ভিডিও কলে কথা হয়৷ সেখান থেকেই হয়তো তিনি আমাদের অভ্যন্তরীণ এই স্ট্রাটেজি জেনে থাকবেন।'

তবে আইডিয়া চুরির অভিযোগ ওঠাই স্বাভাবিক। করোনা আক্রান্ত সংখ্যায় চীনকে ছাড়িয়ে প্রায় লাখের ঘরে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ, অথচ দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা হিসাবে বাংলাদেশ বিশ্বের প্রথম ১০০ দেশের মধ্যেও নেই! টেস্ট কম করিয়ে সংক্রমণ কমিয়ে রাখা, এ তো সেই মার্চ থেকেই বাংলাদেশের করোনা প্রতিরোধে প্রধান স্ট্র্যাটেজি!

এ ব্যাপারে হোয়াইট হাউজের সাথে যোগাযোগ করা হলে তারা আইডিয়া চুরির কথা অস্বীকার করে বলেন, 'ট্রাম্প যথেষ্ট বিচক্ষণ একজন মানুষ। তার মাথায় এ রকম আইডিয়া সারাক্ষণ গিজগিজ করতে থাকে। হয়তো টুইটারে ব্যস্ত থাকায় সময়ের অভাবে তিনি আগে এটা প্রকাশ করেননি।'

পৃথিবীটাকে গ্লোবাল ভিলেজ উল্লেখ করে হোয়াইট হাউজ থেকে আরো বলা হয়, 'সবাই যখন একই সমস্যার মুখোমুখি হয় তখন সামধানও একই ধরনের হওয়াটাই স্বাভাবিক। এ নিয়ে রাজনীতির কিছু নেই।'

অবশ্য ট্রাম্প আইডিয়া চুরি করায় চাপা ক্ষোভ দেখা গেছে বাংলাদশের স্বাস্থ্য অধিদপ্তরে৷ অনেকেই নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে ট্রাম্পকে গালি দিয়েছেন নিজেদের ফেসবুকে।

আইডিয়া চুরির অভিযোগ এনে ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবেন কিনা, এমন প্রশ্নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনৈক অফিস সহকারী বলেন, 'মামলা মোকোদ্দমায় খরচাপাতি অনেক। এইজন্য ওইদিকে আগাইতে চাইতেছি না। তবে জমিজমার ব্যাপার হইলে মামলা কইরা দিতাম। হাতে ভাল দেওয়ানী উকিল আছে। '

ট্রাম্প অবশ্য আইডিয়া চুরির ব্যাপারে কিছুই বলেন নি। তিনি তার ফেসবুকে আবারো লিখেছেন, 'চাইনা৷ কোনো টেস্ট চাইনা।'

৪৯৮ পঠিত ... ২১:৫৬, জুন ১৬, ২০২০

Top