আসছে নতুন রিয়ালিটি শো 'কে হবে মাসুদ রানার লেখক?'

৩৪৯ পঠিত ... ০০:২৫, জুন ১৬, ২০২০

সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় স্পাই-থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’র লেখক কে? এর উত্তরে সবাই এক বাক্যে বলবেন, ‘কাজী আনোয়ার হোসেন’। কিন্তু এ সিরিজের প্রথম ১১টি বইয়ের পরের ২৬০টি বইয়ের লেখক কাজী আনোয়ার হোসেন নন। এর লেখক হলেন শেখ আবদুল হাকিম। কিন্তু এর মধ্যে একটি বই বাদে কোনটিতেই কপিরাইট স্বত্ব নেই তার (সূত্র: বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম)।

আর এই ঘটনার সূত্র ধরেই আসছে নতুন রিয়েলিটি শো- 'কে হবে মাসুদ রানার লেখক?'

উক্ত রিয়েলিটি শোয়ের উদ্বোধনী অনুষ্ঠান হয় গত বছরের ২৯ জুলাই। ওইদিন শেখ আব্দুল হাকিম লেখক হিসেবে স্বত্ব বা মালিকানা দাবি করে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট আইনের ৭১ ও ৮৯ ধারা লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশ কপিরাইট অফিসে দাখিল করেন।

আসন্ন এই রিয়ালিটি শো এর মূল কাজ হবে মামলা করা৷ প্রতিযোগিরা প্রত্যেকেই নিজেকে মাসুদ রানার লেখক হিসেবে দাবি করবেন এবং সেবা প্রকাশনীর বিরুদ্ধে মামলা করবেন।

শো এর সমন্বয়ক বলেন, 'প্রাথমিক পর্যায়ে প্রতিযোগিদের মামলা চলবে নিম্ন আদালতে। সেখান থেকে মজবুত তথ্য উপাত্তের ভিত্তিতে বাছাইকৃত প্রতিযোগী নিয়ে আমরা যাবো উচ্চ আদালতে। সেটাই হবে গালা রাউন্ড৷' ইতোমধ্যে প্রচুর প্রতিযোগী মামলা দায়ের করতে প্রস্তত বলেও জানান তিনি।

এদিকে অডিশন রাউন্ডের জনৈক প্রতিযোগীকে আদালতে দেখতে পেয়ে আমরা তাকে জিজ্ঞেস করি, 'কেমন লাগছে আপনার? কী মনে হয়, মাসুদ রানার লেখক হতে পারবেন?' তিনি প্রশ্ন শুনে বিরক্ত মুখে বলেন, 'আবে কোন রানার কথা কইতাছেন? আমি আইলাম লুলা রানার জামিন করাইতে। অহনো একখান জাস্তি উকিল খুঁইজা পাইলাম না। ভাগেন! প্যাঁচাল পাইরেন না!'

অবশ্য অনুষ্ঠানের সমন্বয় কমিটি জানিয়েছে, সকল প্রস্তুতি প্রায় শেষ। দ্রুতই নামিদামি টিভি চ্যানেলে লাইভ প্রচারিত হবে অনুষ্ঠানটি।

৩৪৯ পঠিত ... ০০:২৫, জুন ১৬, ২০২০

Top