'বাংলাদেশে করোনা ঢুকবে না' ভবিষ্যদ্বাণী দেয়া সেই ডাক্তারকে এখন খুঁজছে করোনা

৫২৩০ পঠিত ... ১৬:৪৪, জুন ১৫, ২০২০

এ বছর ফেব্রুয়ারির ১৭ তারিখে করোনা বিষয়ক একটি যুগান্তকারী ভবিষ্যৎবাণী করেন অধ্যাপক ডাক্তার আহমেদুর কবীর। তিনি বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের বর্তমান মহাসচিব। ডাক্তার আহমেদুর তার ওই ভবিষ্যদ্বাণীতে বলেছিলেন, 'আমি হান্ড্রেড পার্সেন্ট সিওর, করোনা বাংলাদেশে আসবে না৷'

উদাহরণ হিসেবে ২০০৯ সালের H1N1 ভাইরাসের কথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, 'H1N1-এ লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছিলো। কিন্তু ওটার ওয়েভ বাংলাদেশে আসেনি। করোনাও এই দেশে আসবে না।'

তবে তার ভবিষ্যদ্বাণীকে একেবারেই পাত্তা না দিয়ে করোনা দ্রুতই চলে আসে বাংলাদেশে৷ এই মুহূর্তে করোনা আক্রান্ত সংখ্যার হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৮তম। অন্যদিকে এক অনির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বাংলাদেশে পা রেখেই করোনারা বলেছে, 'কোথায় স্যার?'... এ কথা বলেই করোনারা খুঁজতে শুরু করে ডাক্তার আহমেদুরকে। কিন্তু পাবেই বা কীভাবে, এরপর থেকে যে স্যারকে আর টিভি চ্যানেলের টকশোতেও দেখা যাচ্ছে না। কোথায় গেলেন তিনি?

এ ব্যাপারে কথা বলার জন্য স্যারকে না পেয়ে পিপিই গায়ে জড়িয়ে আমরা জনৈক করোনার সাথেই যোগাযোগ করলাম। করোনাকে খুব বেশি খুঁজতে হয় না, অনেকক্ষণ স্যানিটাইজ না করে এদিক ওদিক হাত ঘসলেই তিনি হাতে চলে আসেন। বিনয়ী কন্ঠে জিজ্ঞেস করলাম, 'ডাক্তার সাহেবকে আপনারা ঠিক কী কারণে খুঁজছেন?' করোনা চোখ কপালে তুলে বলল, 'কি যে বলেন! ক্ষোভ কেন থাকবে? স্যারের সাথে আমরা জাস্ট দেখা করতে চেয়েছিলাম, এক কাপ চা খেতে চেয়েছিলাম। উনার কাছ থেকে একটু অপটিমিজম ধার নিতে চাই।'

'স্যার প্রচন্ড অমায়িক', এমনটা উল্লেখ করে ওই করোনা আরো বলেন, 'স্যার তার দেশের মানুষকে খুব ভালোবাসেন৷ দেশের মানুষকে তিনি সাহস দিয়েছেন সেই ফেব্রুয়ারি মাসে, যখন ইতালি-ইউরোপে ঘটনা ঘইটা গেছে, এদিকে ওসব দেশ থেকে আমরাও অবাধে বাংলাদেশে এসে ঢুকছি। তাই বাংলাদেশ থেকে যাওয়ার আগে স্যারের সাথে অন্তত এক কাপ চা খেতে চাই। তবে স্যারকে পাচ্ছি না জানেন, হন্যে হয়ে স্যারকে খুঁজছে আমাদের সাঙ্গপাঙ্গরা। একবার শুধু জিগাইতে চাই, স্যার কেমনে পারেন এত অপটিমিস্টিক হইতে?'

এদিকে স্যারের ফোন অফ পেয়ে আমরা নক এই তার একটি ফেক আইডিতে। তবে স্যার আমাদের মেসেজ সিন করেননি। তখন তার ওয়ালে গিয়ে আমরা দেখতে পাই, তিনি সর্বশেষ স্ট্যাটাসে লিখেছেন, 'হারিয়ে গিয়েছি, এইতো জরুরি খবর।'

তবে আরেকটু স্টক করে আমরা দেখতে পাই, তিনি গত দুই বিশ্বকাপেই আর্জেন্টিনা কাপ নেবে এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন।

৫২৩০ পঠিত ... ১৬:৪৪, জুন ১৫, ২০২০

Top