মুক্তি পেলো করোনাকালীন অফলাইন গেম 'এস্কেপ ফ্রম রাজাবাজার: গেরিলা ফাইটার ২কে২০'

৪০৮ পঠিত ... ১৩:৫০, জুন ১২, ২০২০

চার দেয়ালে আবদ্ধ জীবন, ওয়ার্ক ফ্রম হোম, কিংবা প্রতিনিয়ত সংক্রমিত হওয়ার দুশ্চিন্তা। এ যেন এক অদেখা ক্রান্তিকাল অতিক্রম করছে মর্তের মানুষ। শারীরিক সুস্থতা থাকলেও মানসিক স্বাস্থ্য আজ যেন প্রকট হুমকির মুখে। অদ্ভুত এন্টারটেইনমেন্টহীনতায় ভুগতে ভুগতে লোপ পাচ্ছে আমাদের তলানির অবশিষ্ট কান্ডজ্ঞান। 'জীবনে কোনো এ্যাডভেঞ্চার নাই' এমন ভাবনা কুরে কুরে খাচ্ছে সবাইকে। তবে এই অসহ্য অবস্থা থেকে মানুষকে কিছুটা মুক্তি দিতেই এবার মুক্তি পেলো করোনাকালীন অফলাইন গেম 'এস্কেপ ফ্রম রাজাবাজার: গেরিলা ফাইটার ২কে২০'।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পূর্ব রাজাবাজার নিবাসীদের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে গেমটি। বাশের দেয়াল স্থাপন এবং তার সাথে একটি অনাড়ম্বর ব্যানার ঝুলিয়ে উদ্বোধন করা হয় এই গেমের। ইতোমধ্যে গেমটি অকল্পনীয় সাড়া ফেলেছে রাজাবাজারের বাসিন্দাদের মধ্যে।

কেমন লাগে গেমটি খেলতে? এটা কি পাবজির পাহাড় সমান জনপ্রিয়তাকে টপকে যেতে পারবে? এতসব ভাবতে ভাবতে আমরা ছুটে যাই পূর্ব রাজাবাজারে সেই বাঁশের দেয়ালের সামনে। আমাদের সন্দেহকে তৎক্ষণাৎ মিথ্যা প্রমাণিত হয়। আমরা অবাক চোখে দেখি, উৎসুক গেমারদের সরব উপস্থিতি৷ দেখতে পাই, একজন গেমার বাশের তলা দিয়ে বের হয়েই চিৎকার করে বললেন, 'ও ইয়েস! লেভেল আপ!'

অন্য একজন গেমার ততক্ষণে বাশের তলা দিয়ে মাথা বের করে ফেলেছেন। কিন্তু উঠতে গিয়ে তিনি ভুড়ির কারনে আটকে গেলেন। আমরা এগিয়ে গিয়ে তার সামনে মাইক ধরে বললাম, 'কি মনে হয়, এই লেভেল পার হতে পারবেন?' প্রবল আত্মবিশ্বাসের সাথে গেমার বললেন, 'আলবাৎ! এসব লেভেলের টেকনিক আমার জানা আছে। আধাঘন্টা এভাবে উপুত হয়ে শুয়ে থাকলে খাবার হজম হয়ে ভুড়ি কমে আসবে৷ তখন উপর দিকে হালকা প্রেসার দিলেই লেভেল আপ!' সাথে সাথে আশেপাশের অন্যান্য গেমাররা তাকে উৎসাহ দিতে 'হেইয়ো! হেইয়ো!' বলে চিয়ারাপ করতে শুরু করে দিলেন। এ যেন এক আন্তর্জাতিক মানে গেম দেখলাম আমরা।

এ ব্যাপারে কথা বলতে চাইলে সিটি কর্পোরেশন থেকে জানানো হয়, 'ডেভেলপাররা নিরলস কাজ করে যাচ্ছেন। গেমটির কিছু বাগ ফিক্স করে দ্রুত আপডেটেড ভার্সন ছাড়া হবে। নতুন ভার্সনে ফাইনাল লেভেলে গেমারকে পুলিশ-আর্মির ডান্ডার পিটুনি থেকেও বাঁচতে হবে।'

৪০৮ পঠিত ... ১৩:৫০, জুন ১২, ২০২০

Top