ফেসবুকের পাত্র-পাত্রী গ্রুপগুলোর বিরুদ্ধে মামলা করবেন ঘটক পাখি ভাই

১১৩১ পঠিত ... ১৫:০২, জুন ১০, ২০২০

‘পাত্র-পাত্রী দুজনই হবে অমুকিয়ান’ গ্রুপগুলোতে সয়লাব সোশ্যাল মিডিয়া। এইসব পাত্র-পাত্রী গ্রুপের ওপর বিরক্ত ডাবল-সিঙ্গেল সবরকম ফেসবুকাররাই। তবে এবার পাত্র-পাত্রী গ্রুপগুলোর বিরুদ্ধে চটেছেন ঘটক সমাজের রজনীকান্ত ঘটক পাখি ভাই। হালকা ক্ষোভ ও হালকা মর্মাহত হয়ে তিনি গ্রুপগুলোর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন। 

এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমরা তার অফিসে যাই। বেল দিতেই তিনি দরজা খুলে খুশি খুশি চেহারা করে বলেন, 'যাক। এই গ্রুপের যুগে অনেকদিন পর দুইজন কাস্টমার পাইলাম। তা কেমন ধরনের পাত্রী আপনাদের পছন্দ বলেন। টিকটকওয়ালী নাকি ইউটিউবওয়ালী?'

পাত্র বাঁ পাত্রী খুঁজতে যাইনি শুনে তিনি যারপরনাই হতাশ হন। মামলার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, 'আচ্ছা বাবারা। তোরা ভার্সিটিতে পড়াশোনা করতে গেছিস, পড়াশোনা কর। তাড়াতাড়ি একটা ভালো চাকরি জোগাড় কর। তারপর আমার কাছে আয়। আমি সেরা পাত্র-পাত্রী খুঁজে দেব। আর তারা পড়াশোনা না করে ঘটকালি শুরু করছে। পাত্র-পাত্রী দুজনই হবে নাকি অমুকিয়ান। এই করার জন্য কি ফেসবুক খোলা হইছে?’ 

যার কাজ তাকেই করতে দেয়া উচিত, এমনটা জানিয়ে তিনি বলেন, ‘এমনিতেই ঘটকদের এখন মার্কেট নাই। ছেলেমেয়েরা নিজেরাই পাত্র-পাত্রী বেছে নেয়। তাই বলে কি এখন ঘটকালিও শুরু করবে নাকি?’

চাচা, থুক্কু, ভাই, এই বয়সে উত্তেজিত হবেন না স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, 'এই বিষয়টা, ঠিক এই বিষয়টা তোমাদেরকে বুঝাইতে পারি না। বয়স! বয়স হইছে। অভিজ্ঞতা আছে। আমি বুঝি কোন মেয়ের কোন ছেলে দরকার। সবাই তো আর আমি ওকে ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলবো টাইপ হবে না।' 

একটু ধাতস্থ হয়ে তিনে বলেন, 'করোনার কারণে এমনিতেই বাজার মন্দ যাচ্ছে। আগামী বছরের আগে বিয়েশাদি হয় কিনা সন্দেহ। আর এই ছোকরাগুলা উটকো ঝামেলা শুরু করছে। একেবারে জামিন অযোগ্য মামলা দিব। পাত্র-পাত্রী খোঁজার সাধ যেন মিটে যায়। কমপ্লিট লকডাউনে চইলা যাবে!' 

এ পর্যায়ে তিনি উল্টো আমাদেরকে জেরা শুরু করেন, ‘তোমাদের এরকম কোনো গ্রুপে নাই তো?’

আমাদের প্রতিবেদক ফেসবুকের সবগুলো পাত্র-পাত্রী গ্রুপের মেম্বার হওয়ায় উত্তর না দিয়ে ‘ভাই স্লামালিকুম’ বলে বের হতে নিলে পাখি ভাই তার ভিজিটিং কার্ড দেয়ার জন্য প্রতিবেদকের পেছনে ধাওয়া করেন।     

১১৩১ পঠিত ... ১৫:০২, জুন ১০, ২০২০

Top