'ভাইয়া' ডাক শোনার জন্য দ্রুত ক্যাম্পাসে ফিরতে চায় ছেলে শিক্ষার্থীরা

৭২৩ পঠিত ... ১৪:৩১, জুন ১০, ২০২০

'বিনা ভাইয়া ডাকে নাহি দেবো সূচাগ্র নোটখাতা'। আহা! এমন অমর বাণী আজ আর শোনা যায় না। মাসের পর মাস ক্যাম্পাস বন্ধ। কেমন আছে শিক্ষার্থীরা? কিভাবে তাদের সময় কাটছে? এসব ভেবেই এক কালে ক্যাম্পাসের বিখ্যাত ভাইয়া এবং বর্তমানে eআরকির প্রতিবেদক মাঠে নামলেন। 

ভজপাড়া গ্রামের এক শিক্ষার্থীর বাড়িতে গেলে আমরা দেখতে পাই, গ্রামের কিছু ছেলেপেলে জড়ো হয়ে ওই শিক্ষার্থীকে 'ভাইয়া, ভাইয়া' বলে ডাকছে। ঘটনা কী জানতে চাইলে শিক্ষার্থী বলেন, 'ভাইয়া ডাক শুনে এত অভ্যস্ত যে এখন ভাইয়া না শুনলে কোষ্ঠকাঠিন্য হয়ে যায়। তাই গ্রামের ছেলেপেলেরে হাজির করে ভাইয়া ডাক শুনতেছি। তবু সমস্যা হচ্ছে। ক্যাম্পাসে ফিরে ভাইয়া ডাক শুনতে না পারলে মারা যাব ভাই।'

মহসিন হলের আসলামের বাড়িতে গিয়ে দেখা যায় আরেক কান্ড। বাড়ি থেকে একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে আসে, 'ভাইয়া ভাইয়া ডাক পারি, ভাইয়া এখন নিজ বাড়ি।' কী হয়েছে, জিজ্ঞেস করলে তিনি বলেন, 'খাইলাম সিগারেট। সিগারেটের নেশা না ধরে ধরলো ভাইয়া শোনার নেশা!'  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মারুফের সাথে ঘন্টাখানেক আমরা কথা বলি। আমাদেরকে দেখে আবেগে বিগলিত হয়ে তিনি বলেন, 'কি যে বিপদে আছি ভাই! কেউ তো আর ভাইয়া ভাইয়া বলে এসাইনমেন্ট করে দিতে বলে না, নোট চায় না। তাই ফ্যামিলি আর আত্মীয়স্বজনের বিভিন্ন কাজ করে দেয়ার বিনিময়ে ভাইয় ডাক শুনে নিচ্ছি। বড় ভাই নিচে থেকে কিছু একটা নিয়ে আসতে বললে বলি, ভাইয়া বলো তাইলে যাবো। একদিন এই কথা বলে মাইরও খাইছি।’ 

এ পর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে ভার্সিটির ভিসিদের কাছে অবিলম্বে ক্লাস খুলে দেওয়ার আহবান জানান। 

এরই মধ্যে ঘটে গেছে আরেক কান্ড। নোয়াখালীর এক শিক্ষার্থী জানালেন, তারা গ্রামে 'ভাইয়া বিদ্যা সংঘ' নামে একটা কোচিং সেন্টার উদ্বোধন করেছেন, যেখানে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে মেয়ে শিক্ষার্থীদের ভাইয়া ডাকের প্রশিক্ষণ দেয়া হয়। সর্বশেষ তথ্য মতে, এই কোচিং সেন্টারে কোন বেতন দিতে হয় না। যার ভাইয়া ডাক অনেক সুন্দর তার জন্য মাসিক বৃত্তির ব্যবস্থাও রাখা হয়েছে।

কোচিংয়ের উদ্যোক্তা জানালেন, একদিন এই কোচিংয়ের মেয়েরা ছড়িয়ে পড়বে দেশের নানান প্রান্তে, দেশের অগণিত ভাইয়াদের সুমধুর গলায় ভাইয়া ডাকবে, এমনটাই স্বপ্ন দেখেন তারা। 

লেখা: উল্লাস পাল

৭২৩ পঠিত ... ১৪:৩১, জুন ১০, ২০২০

Top