কাঁঠালের বিরুদ্ধে ডিজাইন চুরি করার অভিযোগ আনলেন জনৈক লিচু

৯৩৪ পঠিত ... ২৩:১৪, জুন ০৯, ২০২০

বছর ঘুরে আবারো চলে এসেছে কাঁঠালের সিজন। অনেকেই কাঁঠাল কিনে বাড়িতে নিয়ে গিয়ে খাচ্ছেন। অনেকেই অভ্যাবশত অন্যের মাথায় ভাঙছেন কাঁঠাল। রমরমা বাজারে নিজের চাহিদা দেখে কাঁঠাল যখন আনন্দে প্রফুল্লিত, ঠিক তখনই কাঁঠালের বিরুদ্ধে ডিজাইন চুরির অভিযোগ এনেছেন জনৈক লিচু।

কাঁঠালের বিরুদ্ধে ডিজাইন চুরি এবং মানহানির মামলা করতে যাচ্ছেন ওই লিচু৷ করোনা কমলেই হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন তিনি। দিনাজপুরে নিজ বাসবাগানে গাছে ঝুলতে ঝুলতে তিনি eআরকিকে এসব কথা বলেন।

কাঁঠাল হইলো ফলসমাজের রোহিঙ্গা, এমনটা উল্লেখ করে লিচু বলেন, 'ডিজাইন চোর কাঁঠাল এদেশে উড়ে এসে জুড়ে বসেছে। আপনি ওর বৈজ্ঞানিক নাম খেয়াল করুন- আর্টোকার্পাস হেটারোফিলাস৷ উচ্চারণ করলেই বোঝা যায় ও এদেশের কেউ নয়৷ এছাড়া দ্বিতীয় অংশে 'হেটারোফিলাস' দেখেই বোঝা যায়, যে বিজ্ঞানী নাম দিয়েছে সে নিজেও কাঁঠালকে হেইট করত। মূলত ডিজাইন চোর হিসেবেই এই ঘৃণা পেয়েছে কাঁঠাল।'

কাঁঠালকে ধূর্ত শেয়ালের সাথে তুলনা করে লিচু আরো বলেন, 'শেয়ালের ইংরেজি নাম jackal, আর কাঁঠালের ইংরেজি নাম jackfruit, বুঝতেই পারছেন কেন এরকম নামের মিল। একটা জিনিস জুম করে বড় করলেই তো মৌলিক ডিজাইন হয়ে যায় না! চালাকি দিয়েই কাঁঠাল এখনো আমার ডিজাইনকে নিজের বলে চালিয়ে যাচ্ছে। ওকে এখনই নিরস্ত না করলে ও হয়তো সামনে আরো অনেকের ডিজাইন চুরি করবে।'

এদিকে লিচুর অভিযোগকে পাত্তা না দিয়ে কাঁঠাল বলেছেন অন্য কথা। তিনি হেসে বলেন, 'বাংলায় একটা কথা আছে - বিচি শর্ট। লিচুর হয়েছে ওই দশা। ওর আগাগোড়াই বিচি শর্ট। একটা বিচিওয়ালা, তাও এত ছোট... হাহা... এমন আর কোনো ফল আপনি এই দেশে দেখবেন না।'

ডিজাইন নয় বরং আমার অগণিত বিচি দেখেই ঈর্ষাকাতর হয়েছে লিচু, এমনটা জানিয়ে কাঠাল কিঞ্চিৎ রাগী কন্ঠে বলেন, 'লিচুর সাথে আদালতে দেখা হবে। আমার একটা রসালো কোয়া জজ সাহেব খেলেই বুঝবেন আমি বিদেশী নাকি দেশী।'

এদিকে পাল্টাপাল্টি সঙবাদ সম্মেলনে জনৈক তেলাপোকাও লিচুর বিরুদ্ধে ডিজাইন চুরির অভিযোগ আনেন। উত্তেজিত হয়ে তিনি বলেন, 'বাইরে বাইরে চুরি করলে চুরি, আর ভিত্রের ডিজাইন চুরি করলে সেইটা কি কিছু না, তাই না?'

কাঁঠালের পক্ষ নিয়ে লিচুর বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন কাঁকরোলও। তার বক্তব্য, 'লিচুই তো আমার ডিজাইন মেরে দিয়েছে। জাস্ট সেম ডিজাইনে অন্য কালার। আইফোন আর স্যামসাংয়েরও এর চেয়ে কম মিল ছিল।'

অবশ্য গ্রীষ্মকালীন ফল কল্যাণ সমিতির পক্ষ থেকে লিচু আর কাঁঠালের এই চলমান বিরোধ মিটমাটের চেষ্টা চলছে।

৯৩৪ পঠিত ... ২৩:১৪, জুন ০৯, ২০২০

Top