সিলভার বাটন, প্লাটিনাম বাটনের মতো নোবেলম্যানের জন্য ডিজলাইক বাটন আনছে ইউটিউব

৬৪২ পঠিত ... ২১:২৬, জুন ০৮, ২০২০

সাবস্ক্রিপশনের নানান মাইলফলক স্পর্শ করলে ইউটিউবের পক্ষ থেকে ইউটিউবারদের সিলভার বাটন, প্লাটিনাম বাটনসহ নানাবিধ বাটন দিয়ে উৎসাহ জোগায় ইউটিউব। সম্প্রতি বাংলাদেশি লিজেন্ড সঙ্গীতশিল্পী নোবেলম্যান একটি গানের (তামাশা নামের যেই গান হিট করাইতে ভদ্রলোক এত তামাশ করলেন!) ডিজলাইক সংখ্যা এক অনন্য মাইলফলক স্পর্শ করায় ইউটিউব ডিজলাইক বাটন আনার ঘোষণা দেয়। নোবেলম্যান 'তামাশা' নামক গানটি ইউটিউবে অবমুক্ত করেন গত ৮ জুন। অবমুক্ত করার পর মাত্র ১ দিনে ২৭ হাজার লাইকের বিপরীতে গানটির ডিজলাইক বাটনে ক্লিক পড়ে ২ লাখ ২৮ হাজারেরও বেশি।

ইউটিউব থেকে জানানো হয়, 'লাইকের জন্য পৃথিবীতে অনেক অনেক স্পেস আছে। ডিজলাইকের জন্য নাই। এই ডিজলাইক জিনিসটা অবহেলিত। ডিজলাইক হলেও সে লাইক। তার নামের মধ্যে লাইক আছে। তারও আছে উৎসাহ পাওয়ার অধিকার।'

নোবেলের সম্মানে ডিসলাইক বাটনের নাম 'নোবেল বাটন' করার সম্ভাবনার কথা বলে ইউটিউব আরও জানায়, ডিজলাইক বাটনকে যে এভাবে ব্র‍্যান্ডিং করা যায়, সেটা আমরা নোবেলের মাধ্যমে জানতে পেরেছি। সেজন্য নোবেলকে ধন্যবাদ।'

ডিজলাইক বাটনের গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে ইউটিউবের একজন কর্মকর্তা বলেন, 'জীবনের প্রতিটি ক্ষেত্রে একচেটিয়া ভালো লাগার রাজত্ব চলবে তা হতে পারে, কিছু খারাপ লাগা, শিটি অনুভূতিরও দরকার আছে। সেজন্যই ইউটিউবে গণমানুষের অপছন্দের কন্টেন্টেরও দরকার। আশা করছি নোবেলম্যান আমাদের এই চাহিদা পূরণ করে অন্যান্য সোশ্যাল অ্যাপকেও কিছু কিছু জোগান দিতে পারবে।'

রূপক অর্থে ডিজলাইক বাটনের আরো আরো গুরুত্ব তুলে ধরতে গিয়ে ইউটিউব জানায়, 'অন্ধকার ছাড়া আলোর যেমন কোন মূল্য নাই, তেমনি ডিজলাইক ছাড়াও লাইকের গুরুত্ব মানুষ বুঝতে পারবে না।'

ডিজলাইক বাটনের নাম নোবেলের নামে করার পাশাপাশি নোবেলম্যানকে ডিজলাইক বাটনের শুভেচ্ছাদূত করারও ঘোষণা দেয় ইউটিউব।

৬৪২ পঠিত ... ২১:২৬, জুন ০৮, ২০২০

Top