আন্দোলন ঠেকাতে ব্যর্থ হওয়ায় মিনেসোটা থানার ওসিকে বান্দরবানে বদলি করলেন ট্রাম্প

৪৬৬ পঠিত ... ২০:৩৭, জুন ০৬, ২০২০

যুক্ত্ররাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায়৷ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই শপিংমলে চলছে লুট। আন্দোলনের মাঝের দিকে প্রেসিডেন্ট ট্রাম্প আশ্র‍য় নিয়েছিলেন বাংকারে। তারপর আন্দোলন থেমে গেছে ভেবে বাংকার থেক বের হয়েছিলেন তিনি। কিন্তু ততক্ষণে আন্দোলন ছড়িয়ে গেছে গোটা যুক্তরাষ্ট্রে। আর ওতেই বেজায় চটেছেন ট্রাম্প। বাংকার থেকে বের হয়ে প্রথম দাপ্তরিক কাজ হিসেবে মিনেসোটা থানার ওসিকে তিনি বদলি করেছেন বান্দরবানে৷

কিন্তু এত এত ব্যর্থ পুলিশ থাকতে মিনেসোটার ওসিকে কেন বদলি করা হল, সাংবাদিকদের এমন প্রশ্নে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, 'দ্যাটস আ কোশ্চেন, ইউ শুড আস্ক চায়না।' অবশ্য ট্রাম্প এ ব্যাপারে টুউট করে বলেন, 'ওইটার পেছনে তেল হয়ে গেছিলো। তেল কিভাবে কমাইতে হয় আমার জানা আছে৷ একে একে ত্যালত্যালা সব কয়টাকে বান্দরবানে পাঠাবো। হ্যাশট্যাগ চায়না।'

এদিকে মিনেসোটা থানার ওসি নিজের বদলি ঠেকাতে হোয়াইট হাউজে তদবির শুরু করে দিয়েছেন বলে জানা গেছে। তবে হোয়াইট হাউজ সূত্রে জানা যায়, তার তদবিরে কাজ হয়নি৷ প্রেসিডেন্ট ট্রাম্প এ ব্যাপারেও টুইট করে বলেন, 'বদলি ঠেকাইতে এরা যতটা তৎপর, ততটুকু পরিশ্রম যদি আন্দোলন ঠেকাইতে করত, তাহলে আজকে আমি এদের বদলি করতাম না৷' এই লেখার নিচেও ট্রাম্প লেখেন 'হ্যাশট্যাগ চায়না, বান্দরবানে বদলি কেউই চায়না।'

ট্রাম্পের এরকম টুইট দেখে ভেঙে পড়েছেন মিনেসোটা থানার ওসি। তার সাথে যোগাযোগ করা হলে তিনি নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে কাঁদো কাঁদো কন্ঠে বলেন, 'এট ফার্স্ট আই ওয়াজ হ্যাপি। বিকজ আই থট, ইট উইল বি নারায়ণগঞ্জ৷ বাট মিস্টার প্রেসিডেন্ট গেভ মি আ পানিশমেন্ট পোস্টিং৷ আই কুইট।'

এদিকে হোয়াইট হাউজের অন্যান্য কর্মকর্তারা মিনেসোটার ওসিকে আশ্বস্ত করে বলেছেন, প্রেসিডেন্ট রাগের মাথায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। দ্রুতই তিনি সিদ্ধান্ত বদল করবেন বলে তারা আশাবাদও ব্যক্ত করেন৷

৪৬৬ পঠিত ... ২০:৩৭, জুন ০৬, ২০২০

Top