করোনা সহায়তা গ্রহণকারীদের তালিকায় নেইমারের নাম, বাংলাদেশি আর্জেন্টিনা ফ্যানদের চক্রান্ত?

৫৩৮ পঠিত ... ২০:২৮, জুন ০৬, ২০২০

বর্তমান বিশ্বের অন্যতম দামি ফুটবলার নেইমার। বিশ্বব্যাপী ব্রাজিল ফ্যানদের চোখের মনি সেই নেইমার কি-না পাচ্ছেন সরকারি কল্যাণ তহবিলের সাহায্য! তাও মাত্র ১২০ ডলার!

দরিদ্র জনগণকে সাহায্য করার জন্য কিছু সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলিয়ান সরকার। নিম্ন আয়ের লোক যেমন পরিচ্ছন্নতা কর্মী, রাঁধুনিদের মতো লোকদের ১২০ ডলার করে দেওয়ার ঘোষণা দেয় তারা। সেখানে কেউ একজন নেইমারের নাম ঢুকিয়ে দিয়েছে। 

এই 'কেউ একজন' যে বাংলাদেশের কোনো আর্জেন্টাইন ফ্যান, সে বিষয়ে  শতভাগ নিশ্চিত দেশের ব্রাজিলিয়ান ফুটবল ফ্যানরা। 

এ ব্যাপারে একজন ব্রাজিল ফ্যান হাত উঁচিয়ে ফুটবলে কিক দেওয়ার ভঙ্গি করে বলেন, 'আসল জায়গায় না পেরে এখন ভিন্ন জায়গায় লাগছে। বসের নামে উল্টাপাল্টা কাহিনি বানানো শুরু করছে।'

পকেট থেকে একটি লাল রঙের কার্ড বের করে আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশে দেখিয়ে তিনি আরও বলেন, 'ব্যাপার না। একটা দল ৩২ বছর ধরে কাপ না পাইলে এরকম হওয়াটা স্বাভাবিক। আমরা ওদের দুঃখটা বুঝি। নিজের দল নিয়ে চিল করতে পারে না। আমাদের ঢাল হিসেবে ইউজ করে একটু ফ্রন্টলাইনে আসতে চায় আর কি।'

তার সাথে কথা বলার পর আমরা একটা বিশেষ ভবনে যাই। সেখানে এখনো ব্রাজিলের পতাকা ঝুলছে। পতাকার মালিক বলেন, 'আমাদের বসের এত টাকা যে একটা আর্জেন্টিনা টিম কিনে নিতে পারবে। বসরে বলব এসব ছোটখাটো বিষয়ে মাথা না ঘামাইতে। বস এগিয়ে যাক। আমরা তার সাথে আছি। নেক্সট কাপ আমাদের।'       

বিস্তারিত জানার জন্য আমরা একজন আর্জেন্টিনা ফ্যানের সাথে যোগাযোগ করলে তিনি ‘শুনেন, আর্জেন্টিনা ফ্যানদের এত টাইম নাই। আমরা দেখেন গিয়া কোন তহবিলের সামনে গিয়ে নেইমার গড়াগড়ি করতেছিল, সেই সময় গরিব ভিখারি ভাইবা ওর নাম ঢুকায় দিছে।’

এই পর্যায়ে আমাদের প্রতিবেদক ব্রাজিল ভক্ত জানতে পেরে তিনি একটি সেভেন আপ খাওয়ানোর প্রস্তাব দিলে প্রতিবেদক অফেন্ডেড হয়ে ওই জায়গা ত্যাগ করেন।    

৫৩৮ পঠিত ... ২০:২৮, জুন ০৬, ২০২০

Top