মায়ের কাছে 'আগের চেয়ে একটু মোটা হইছিস' শুনে অজ্ঞান হলো ছেলে

৮৯৮ পঠিত ... ২১:২২, জুন ০৫, ২০২০

করোনাকালীন কোয়ারান্টাইনে কত আজব জিনিসই না ঘটছে! চাঞ্চল্যকর ঘটনার তালিকায় এবার নতুন সংযোজন। মায়ের কাছে 'আগের চেয়ে একটু মোটা হইছিস' শুনে অজ্ঞান হয়ে গেছে এক ছেলে!

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রংপুরের এক গ্রামে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ছেলেটার মাথায় ঠান্ডা পানি ঢালা হচ্ছে। আমরা গ্রামে ঢুকতেই চাঞ্চল্যকর এই ঘটনার উত্তাপ টের পাই। চায়ের দোকানে এক কাপ চা খেতে বসেই টের পাওয়া যায়, এই ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়েছে। কয়েকটা টিভি চ্যানেলের কর্মীকেও ক্যামেরা নিয়ে ছুটোছুটি করতে দেখা যায়।

আমরা এক্সক্লুসিভ তথ্য জানতে সোজা চলে যাই ছেলেটার বোনের কাছে। তিনি বলেন, 'ভাইয়ার মাথায় ঘন্টা তিনেক ধরে পানি ঢালা হচ্ছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। জ্ঞান আসে না। মনে হয় কোমায় চলে গেছে। আগে কখনো শোনে নাই তো, এত শক নিতে পারে নাই!'

এদিকে ছেলেটির বাবা মারফত আমরা জানতে পারি, ইতোমধ্যে অ্যাম্বুলেন্স খবর দেওয়া হয়েছে। কিন্তু অ্যাম্বুলেন্স চালক এই ঘটনা নিয়ে ফেসবুক লাইভে যাওয়ায় আসতে একটু দেরি হচ্ছে।

পাড়া-প্রতিবেশি এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে আমরা জানতে পারি, ছেলেটি ঢাকার একটি ভার্সিটিতে পড়ে, থাকে আবাসিক হলে। করোনার কারণে হল বন্ধ হওয়ায় অন্য সবার মতোই চলে আসে বাড়িতে। তারপর জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে বের হয় না। আড়াই মাস ধরে এই চলছিল। 

এর আগে ছেলে যতই মোটা (মানে যাকে বলে হেলদি বা ফিট) হয়ে বাড়ি আসুক না কেন, মা প্রতিবারই বলেছেন ‘তুই শুকায় গেছিস। হলে কিছু খাস না? বাতাস খাই থাকোস?’ দেখ তো শরীরের কী হালটা বানাইছস। শুকাই কাঠ হয়ে গেছিস।’

কিন্তু আজ সকালে ঘটে যায় বিস্ময়কর এই ঘটনাটি। ছেলেটির মা কাঁদতে কাঁদতে জানালেন, ‘আমি কি সত্যি কথাও বলতে পারব না? দুই মাস কোয়ারান্টাইনে থাকতে থাকতে ছেলেটা একটু নাদুসনুদুস হইছে। আজকে সকালে বললাম, বাবু, তুই তো একটু মোটা হয়ে গেছিস। অমনি ছেলেটা ধপাস করে পড়ে গেল!' 

শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনো ছেলেটির মাথায় পানি ঢালা হচ্ছে। ডাক্তাররা আশংকা করছেন, মা তাকে আবারও ‘শুকায় গেছিস’ বলে একেবারে কনভিন্স করার আগ পর্যন্ত তার হুশ নাও ফিরতে পারে।

৮৯৮ পঠিত ... ২১:২২, জুন ০৫, ২০২০

Top