ফেসবুকে গণ-লাইভে আসছে নিষেধাজ্ঞা: আরোপিত হতে পারে 'সোশ্যাল মিডিয়া ডিস্ট্যান্সিং'

১৩৬ পঠিত ... ২৩:৫২, জুন ০৪, ২০২০

করোনা-বিপর্যয় মোকাবেলায় জনসাধারণের চলাফেরা ও গণপরিবহন চলাচলের উপর নিষেধাজ্ঞা সীমিত আকারে তুলে দেয়া হলেও, ফেসবুকে গণ-লাইভে আসছে পরিপূর্ণ নিষেধাজ্ঞা। একই সাথে সোশ্যাল মিডিয়ার মানুষের অবাধ চলাচল রুখতে আরোপিত হতে পারে 'সোশ্যাল মিডিয়া ডিস্ট্যান্সিং'ও।

সোশ্যাল মিডিয়া ডিজিজ কন্ট্রোল ইউনিটের এক নিয়মিত ব্রিফিংয়ে এমন দুটি অধ্যাদেশ জারি করা হয়। ব্রিফিংয়ে আরো বলা হয়, গণ-লাইভের কারণে করোনাকালীন ঘরে থাকা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সবাই কথা নাই বার্তা নাই হুদাই লাইভে চলে আসায় সোশ্যাল মিডিয়ার উপরও চলে আসছে বিরক্তি। টকশোর বিরক্তিতে টিভি ভেঙ্গে ফেলার মতো লাইভের বিরক্তিতে মোবাইল ভেঙ্গে ফেলায় হচ্ছে অপূরণীয় অর্থনৈতিক ক্ষতিও। এজন্যই গণ-লাইভের উপর নিয়ন্ত্রণ আনা এবং সোশ্যাল ডিসট্যান্সিংয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ডিসট্যান্সিং আরোপ করার বিকল্প নেই।'

বিশেষ প্রয়োজনে লাইভে আসতে হলে আগে সরকারের আইসিটি মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নেয়ার নিয়ম করার কথা ভাবছে কর্তৃপক্ষ। লাইভের কারণ, উদ্দেশ্য, কতক্ষণের লাইভ ও নির্দিষ্ট সংখ্যক অডিয়েন্সের নিশ্চয়তা সাপেক্ষেই মিলবে লাইভের অনুমতি। এছাড়া সপ্তাহে একজন কেবল একবারই এই লাইভে আসার অনুমতি পাবেন।

লকডাউনের কারণে সামাজিক দূরত্ব মেনে চলায় কিছুটা উন্নতি হলেও সোশ্যাল মিডিয়ায় নিরাপদ দূরত্ব মেনে চলার বালাই একদম নেই বললেই চলে। একই পোস্টে হাজার হাজার আইডি একসাথে ভিড় করে রিএ্যাক্ট দিচ্ছে, গা ঘেঁষাঘেঁষি করে কমেন্ট করছে, আবার শেয়ার করে সমাগমে জনস্রোত আরো বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা থামানো গেলেও সোশ্যাল মিডিয়ার প্রতি এই অতিরিক্ত এডিকশন থামানো মে বি এত সহজ হবে না।

বিশেষ করে জয়া আহসান, পূর্ণিমা, পরিমনি, নায়লা নাঈম, তাহসান খানদের একাউন্টের প্রতি বিশেষ নজরদারি রয়েছে সোস্যাল মিডিয়া ডিজিজ কন্ট্রোল ইউনিটের। এইসব একাউন্টের কমেন্টবক্সে সোশ্যাল মিডিয়া ডিস্ট্যান্সিং বজায় রাখতে ভার্চুয়াল পুলিশ-সেনাবাহিনী কিংবা বিজিবি মোতায়েন করা হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। কমেন্টবক্সে ভার্চুয়াল জনসমাগম কঠোরভাবে রুখতে তিন বাহিনীর প্রতি কঠোর হওয়ার নির্দেশনাও দেয়া আছে।

১৩৬ পঠিত ... ২৩:৫২, জুন ০৪, ২০২০

Top