দুর্নীতি ঢাকতে শত কোটি টাকার শাক কেনার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ের

৩৮৫ পঠিত ... ১৬:২৭, জুন ০৪, ২০২০

বিশ্বব্যাংক ও এডিবির অর্থায়নে প্রায় ২৫০০ কোটি টাকার দুটি প্রকল্পের অনুমোদন পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রকল্প দুটির আওতায় খরচের খাতে দেখা গেছে অস্বাভাবিকতা। ২০০০ টাকা দামের পিপিই ৪৭০০ ও ১০০০ টাকা দামের গগলসের দাম ৫০০০ ধরার পাশাপাশি ৪ টি ওয়েবসাইট উন্নয়নে ১০ কোটি টাকা, ৫ টি সফটওয়্যারে ৫৫ কোটি, সেমিনার কনফারেন্স ব্যয় ৪৫ কোটি, ৩৩৫ কোটি টাকার সম্মানীসহ সব খাতের ব্যয়ই এমন অস্বাভাবিক ও বড়মানের দুর্নীতিতে সয়লাব।

ঢাউস সাইজের এমন দুর্নীতির প্যাকেজের খবর ফাঁস হয়ে গেলে তা ঢাকতে শত কোটি টাকার শাক কেনার একটি প্রস্তাবও একনেকে অনুমোদনের জন্য পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়। এ বিষয়ে হাত দিয়ে নিজের মুখ ঢেকে নাম ও চেহারা প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, 'সব কিছুরই একটা ব্যাকআপ প্ল্যান থাকা উচিত। শাক হবে আমাদের সেই ব্যাকআপ প্ল্যান। প্রতিবারই শাক কেনার কথা ভুলে যাই, আর ধরা খাই। এবার আর ভুল নয়, দেরিতে হলেও শতকোটি টাকার শাক কিনতে পারলে এইবারের মতো সব ঢাকা যাবে মনে হচ্ছে।'

স্বাস্থ্যমন্ত্রণালয়ের সকল ধরণের প্রকল্পের দুর্নীতি ঢাকতে শাক কেনার জন্য আলাদা বাজেট বাধ্যমতামূলক করা হতে পারে বলেও জানান তিনি।

'ও শাকই শাকই রে শাকই শাকই' গানের সাথে হালকা একটু কোমর দুলিয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ের উদ্দেশে অন্য এক কর্মকর্তা বলেন, 'পাট শাক বেশি করে কিনবেন। এইটা নাকি দৃষ্টিশক্তি বাড়ায়। তাইলে দুর্নীতি করার অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র খাতগুলোও আমাদের চোখ এড়াবে না।'

তবে স্বাস্থ্যমন্ত্রণালয়ের শাক কেনার এই খবরে বেশ আশাব্যঞ্জক সাড়া পাওয়া গেছে সাধারণ জনগণের কাছ থেকে। এমনই একজন বলেন, 'এরা এতদিন পর একটা কাজের জিনিস কিনতেছে। অপুষ্টিতে ভোগা স্বাস্থ্যমন্ত্রণালয়ের জন্য শাকসবজিই আসলে দরকার। নইলে স্বাস্থ্যমন্ত্রণালয় পুরোপুরি অস্বাস্থ্যমন্ত্রণালয় হয়ে যাবে। শতকোটি না, হাজার কোটি টাকার শাক কিনুক, তাও যদি স্বস্থ্যমন্ত্রনালয়ের স্বাস্থ্যের একটু উন্নতি হয়।'

৩৮৫ পঠিত ... ১৬:২৭, জুন ০৪, ২০২০

Top