পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে প্র্যাকটিসে ফিরলেন হার্ডহিটার সাব্বির, অতঃপর রিভিউর আবেদন

৪৫৭ পঠিত ... ১৮:০৮, জুন ০১, ২০২০

করোনার কারণে লুডে বাদে বন্ধ আছে সব ধরনের খেলাধুলা। ফিটনেস ধরে রাখার জন্য খেলোয়াড়দের কেউ যাচ্ছে জিমে, কেউ বা করছে হোম ওয়ার্কআউট। তবে টিটুয়েন্টি ক্রেজ হার্ডহিটার ক্রিকেটার সাব্বির রহমানের ডেডিকেশন ছাড়িয়ে গেছে বাকি সবাইকে। ওয়ার্ক ফ্রম হোমের মতো যেন ঘরে বসেই তিনি নেমে পড়েছেন ক্রিকেট প্র‍্যাকটিসে। গত ৩১ মে নিজ বাড়ির দরজায় এক পরিচ্ছন্নতাকর্মীর সাথে তিনি এই প্র‍্যাকটিস সেশনের আয়োজন করেন বলে ফেসবুক মারফত জানা গেছে।

যদিও হেটার্সরা বলছে, সাব্বির ওই পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে তাকে মারধোর কিংবা শারীরিকভাবে নিগৃহীত করেছেন। সাব্বিরও এই দাবিটি উড়িয়ে দিয়েছেন ছক্কার মতো। হেটার্সদের একেবারে মাঠের বাইরে ঠেলে দিয়ে একটি ফেসবুক লাইভে সাব্বির ক্রিকেটের কসম খান।

'ক্রিকেটের প্রতি ভালোবাসা'র জন্য এর আগেও সাব্বির এসেছেন আলোচনায়। ক্রিকেটীয় এনার্জি ড্রিংক অস্কারের বিজ্ঞাপন কিংবা 'ক্রিকেটীয়' শৃঙ্খলাভঙ্গের সেসব কীর্তির কথা কে না জানে! কিন্তু সে যাই হোক, ক্রিকেটার বাদ দিয়ে পরিচ্ছন্নতা কর্মীর সাথে প্র‍্যাকটিসে কেন?

জানতে আমরা 'অরিজিনাল সাব্বির রহমান' নামে সাব্বিরের একটি ফেক আইডিকে নক দিলে অরিজিনাল সাব্বির বলেন, 'মিরাজরে আসতে বলছিলাম। শালা তো বিয়া করছে। বাইরই হয় না!'

হালকা একটু থেমে তিনি আরও বলেন, 'এক হাতে তো তালিই বাজে না, সেইখানে ক্রিকেট খেলা তো ইম্পসিবল। আর করোনার সময়ে পরিচ্ছন্নতাকর্মী ছাড়া কাকে ভরসা করবেন? তাছাড়া গত দুয়েক বছরে আমার ইমেজে নানান দাগ পড়ে গেছে। আমি এগুলো সাফ করতে চাই। ক্রিকেটের কসম।'

করোনা সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলেন, এমন দাবি করে তিনি বলেন, 'আমি তার গায়ে হাত দেই নাই। এই সময় স্যানিটাইজ না করে কারো গায়ে হাত দেয়াই ঠিক না।'

ব্যাটিং করলেন নাকি বোলিং, এমন প্রশ্নে সাব্বির জানালেন, 'পিটাইছি... আই মিন ব্যাটিংই করলাম। বোলারদের সাথে প্র্যাকটিস করলে তো বেশিক্ষণ খেলতে পারি না, আউট হয়ে যাই। নন প্রফেশনালরাই ভরসা।'

কিন্তু হেটার্সরা তো বলছে আপনি আউট, এমন প্রশ্নে সাব্বির এক গ্লাস পানি এবং ক্রিকেটের কসম খেয়ে বলেন, 'আমি তো রিভিউ নিয়েছি, বিডিক্রিকটাইম পেজের একটা ফেসবুক লাইভে! ভক্তরাই আমার ফার্স্ট সেকেন্ড থার্ড সব আম্পায়ার। তারাই ঠিক করবে আমি আউট কিনা।'

এ পর্যায়ে একটু আগেই খাওয়া ক্রিকেটের কসমের ঢেকুর ওঠায় তিনি একটু বিব্রত হয়ে পড়েন।'

এই ঘটনায় থার্ড আম্পায়ার অর্থাৎ ভক্তদের মধ্যে মতামতের ভিন্নতা দেখা গেছে। 'সাব্বির দ্য রিয়াল কিং অফ ক্রিকেট' পেজের একজন ডাই হার্ড এডমিন বললেন, 'সাব্বির ভাই সব সমালোচনার মাঠে উত্তর দিবেন।' অন্যদিকে একজন সাধারণ ক্রিকেটভক্ত দীর্ঘশ্বাস ফেলে বললেন, 'ভাই একবার তো অন্তত খেলার কারণে আলোচনায় আসেন!'

৪৫৭ পঠিত ... ১৮:০৮, জুন ০১, ২০২০

Top