ইন্টার থার্ড ইয়ারে উঠলেন এইচএসসি পরীক্ষার্থীরা, পরীক্ষার পর দিতে চান নবীনবরণ

৩৯৪ পঠিত ... ২৩:৫২, মে ৩১, ২০২০

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহাসমারোহে প্রকাশিত হল এসএসসি পরীক্ষার ফলাফল। আর এরই মাধ্যমে ইন্টার থার্ড ইয়ারে উঠে গেলেন দেশের সকল এইচএসসি পরীক্ষার্থী। সিনিয়র হওয়ার এই আনন্দে নিজেদের নব গঠিত ফেসবুক গ্রুপ 'ইন্টার থার্ড ইয়ার'-এ তারা আজ গণহারে মিষ্টির ছবি বিতরণ করেছেন।

থার্ড ইয়ারে উঠে কেমন লাগছে জানতে চাইলে ওই গ্রুপের একজন এইচএসসি পরীক্ষার্থী জ্বলজ্বলে চোখে উচ্ছ্বসিত কন্ঠে বলেন, 'পৃথিবীতে হারাধন নাগের বই না থাকলে যতটা খুশি হতাম, আজ ঠিক ততটাই খুশি লাগছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। '

এভাবে আর মাত্র দুইটা বছর গেলেই ইন্টারের গ্রাজুয়েশনটা শেষ করতে পারবো, এমনটা জানিয়ে ওই পরীক্ষার্থী বলেন, 'সময় দ্রুত চলে যাচ্ছে ভেবে খারাপ লাগছে, আবার সিনিয়র হয়েছি ভেবে ভালোও লাগছে।' এ সময় তিনি সদ্য এসএসসি পাশ করা অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ারের উদ্দেশে কঠিন গলায় বলেন, 'তোমাদের দ্রুত আদব কায়দা শিখতে হবে। দেখা হইলে সালাম দিবা। না দেখার ভান করবা না৷'

এদিকে 'ইন্টার থার্ড ইয়ার' গ্রুপের এ্যাডমিন জানিয়েছেন একটি আনন্দের খবর। তিনি বলেন, 'দ্রুতই ফ্রেশার্সদের জন্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। আলোচনার জন্য 'গেস্টরুম' নামক একটি গ্রুপ খোলা হয়েছে। রাত এগারোটায় ভিডিও কলে মিটিং ডেকেছি৷ ফার্স্ট ইয়ারদের থাকা বাধ্যতামূলক করা হয়েছে।'

থার্ড ইয়ার ড্যাম কেয়ার, এমনটা উল্লেখ করে এ্যাডমিন তার চোয়াল শক্ত বানিয়ে বলেন, 'আপাতত এইচএসসি পরীক্ষা নিয়ে ভাবছি না। আমাদের হাতে এখন প্রচুর কাজ। ট্রাডিশন অনুযায়ী থার্ড ইয়ারের কাঁধেই থাকে সকল দায়িত্ব।'

দ্রুতই র‍্যাগ ডে'র এর জন্য প্রিপারেশন নেয়া শুরু করা হবে এমনটাও জানিয়েছেন তিনি।

৩৯৪ পঠিত ... ২৩:৫২, মে ৩১, ২০২০

Top