নিম্নবিত্তদের জন্য আসছে আলাদিন চার্টার্ড ম্যাজিক কার্পেট সার্ভিস

২৮৫ পঠিত ... ২৩:২৭, মে ৩০, ২০২০

ব্যক্তিগত এবং ভাড়ায় চালিত বিমান নিয়ে আজকাল অনেকেই পাড়ি জমাচ্ছেন বিদেশ বিভূঁইয়ে। তীব্র করোনার সংক্রমণের মধ্যেও বিমানে চড়ার এই বড়লোকী ব্যাপারটাকে একদম ডালভাত বানিয়ে ফেলেছেন আমাদের দেশের উচ্চবিত্তরা। কিন্তু নিম্নবিত্তরাও তো মানুষ। তাদেরও তো ইচ্ছা করে এই বন্দী দশা থেকে বের হয়ে মুক্ত বিহঙ্গের মত আকাশ ছুঁতে। নিম্নবিত্তদের সেই আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ করতেই এবার আসছে 'চার্টার্ড ম্যাজিক কার্পেট সার্ভিস'।

'চার্টার্ড ম্যাজিক কার্পেট সার্ভিস' চালু করার মাধ্যমে কোহেকাফ নগরের পর এবার বাংলাদেশে নিজেদের যাত্রা শুরু করল 'কোহেকাফ এভিয়েশন লিমিটেড'। সংস্থাটির চেয়ারম্যান মালিকা হামিরা আমাদের বলেন, 'এই দেশে বড়লোকদের ওড়াউড়ি দেখে আর গুহায় বসে থাকতে পারলাম না। আপাতত শ'খানেক ম্যাজিক কার্পেট এনেছি। আগামি মাসের মধ্যে আমার পোষা জ্বীনগুলো আরো একশো কার্পেট নিয়ে চলে আসবে।'

নিম্নবিত্তরাও এবার যখন ইচ্ছা ফুরুত করে উড়াল দিতে পারবে, এমনটা জানিয়ে মালিকা হামিরা বলেন, 'অনতিবিলম্বে দেশে একটি বেসরকারি কার্পেট চলাচল কর্তৃপক্ষ (বেকাচক) প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। কার্পেট উড়ানোর জন্য আমি ওই চোখের মাথা খেয়ে বসে থাকা বেবিচকের অনুমতি চাইতে পারবো না। সময় এসেছে, এইবার দেশে চার্টার্ড ম্যাজিক কার্পেটকে যথাযথ স্বীকৃতি দিতে হবে।'

কার্পেটের ভাড়া কেমন হবে জানতে চাইলে মালিকা হামিরা মায়াবি হাসি দিয়ে বলেন, 'নিম্নবিত্তদের কথা ভেবেই ভাড়া কম রেখেছি। ঘন্টা প্রতি একশো স্বর্ণ মুদ্রা।'

স্বর্ণমুদ্রা এই দেশে চলে না জানালে মালিকা হামিরা কিঞ্চিৎ লজ্জিত কন্ঠে বলেন, 'আসলে অভ্যাসবশত স্বর্ণ মুদ্রা বলে ফেলেছি। নিম্নবিত্ত ভাইবোনেরা একশ টাকাতেই যেতে পারবেন এক ঘন্টার পথ। অর্থাৎ থাইল্যান্ড যেতে তাদের গড়ে চার থেকে পাঁচশো টাকার মত গুনতে হবে।'

চার্টার্ড ম্যাজিক কার্পেট এখন অনলাইনেই বুকিং করা যাবে। এছাড়া কার্পেটের আরো একশো চালান চলে আসলে রিকশা ডাকার মত 'ওই কার্পেট যাবা?' বলে আকাশের দিকে ফু দিলেই বাড়ির ছাদে হাজির হয়ে যাবে ম্যাজিক কার্পেট! এসব তথ্য দেয়া হয়েছে কোহেকাফ এভিয়েশন লিমিটেডের ওয়েবসাইটে৷

২৮৫ পঠিত ... ২৩:২৭, মে ৩০, ২০২০

Top