চালু হতে যাচ্ছে রেন্ট-এ-মাস্ক ব্যবসা, সাফল্যের অপার সম্ভাবনা

২৩২ পঠিত ... ২০:৫১, মে ৩০, ২০২০

প্রতিটি বিপর্যয় খুলে দেয় কিছু কিছু সম্ভাবনার দুয়ার। করোনার এই কঠিন সময়ে বৈশ্বিক ব্যবসা বাণিজ্যে অভাবনীয় ধ্বস নামার পাশাপাশি, কিছু কিছু ব্যবসার দারুণ সম্ভাবনাও তৈরি হয়েছে। বিশ্বের অনেক তরুণ উদ্যোক্তা করোনাকালীন সমস্যা মোকাবেলার জন্য গড়ে তুলছেন দারুণ দারুণ সব স্টার্টআপ। আমাদের দেশে এমনই একটি সম্ভাবনাময় খাত রেন্ট-এ-মাস্ক। করোনাকালীন মাস্ক সংকট, নকল মাস্ক সরবরাহসহ আরো নানান সমস্যার সমাধান হিসেবে দেশে গড়ে উঠেছে মাস্ক নির্ভর রেন্ট-এ-মাস্ক ব্যবসা।

বিশ্ববিখ্যাত বিজনেস সাময়িকী 'হার্ভার্ড বিজনেস' বাংলাদেশের এই সম্ভাবনাময় খাতটি নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। প্রতিবেদনে রেন্ট-এ-মাস্ক বিজনেসকে বাংলাদেশের থার্ড ওয়েব এন্টারপ্রেনারশিপ আখ্যা দিয়ে বলা হয়, 'নানান ধরনের সামাজিক ও ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যেই বিশ্বের কাছে বেশ পরিচিত মুখ। ডেল কার্নেগির বইগুলোর সহায়তায় মোটিভেশনাল স্পিচের মতো একটি খাতকে তারা দেশের অন্যতম বৃহৎ ব্যবসায় রূপান্তর করে এন্টারপ্রেনারশিপে সেকেন্ড ওয়েভ নিয়ে এসেছিলো আগেই। তবে রেন্ট-এ-মাস্কের মতো সমসাময়িক উদ্যোগ বাংলাদেশের এই এন্টারপ্রেনার ওয়েভে তৃতীয় মাত্রা যোগ করলো। চতুর্থ মাত্রায় সারাবিশ্বের জন্য কী চমক রাখছে বাংলাদেশ তার অপেক্ষায় আমরা সবাই।'

নতুন রেন্ট-এ-মাস্ক বিজনেস সম্পর্কে জানতে এর সাথে সম্পৃক্ত বেশ কিছু উদ্যোক্তার সাথে কথা হয় eআরকির। তাদেরই একজন আহমেদ শাদিদ আইবিএয়ান জানান, 'মূলত অ্যাপের মাধ্যমে ইন্সট্যান্ট মাস্ক ভাড়া দেয়ার একটি সার্ভিস এই রেন্ট-এ-মাস্ক। ধরুন, আপনি ভুলে মাস্ক ছাড়া বের হয়ে গেলেন। কিন্তু বের হয়ে বুঝলেন আপনার কেমন যেন করোনা করোনা ফিল হচ্ছে। এছাড়া রাস্তায় নানান পুলিশি হয়রানি হতে পারে, এমনকি পুলিশের লাঠির বাড়ি খাওয়ার সম্ভাবনাও ফেলে দেয়া যায় না। আপনাদেরকে এই হয়রানি থেকে বাঁচাতে অ্যাপের মাধ্যমে তৎক্ষনাৎ সেবা হিসেবে আমাদের লোক আপনার কাছে মাস্ক পৌঁছে দিবে। ভাড়া আপনি ঘন্টা হিসেবে পরিশোধ করতে পারবেন।'

মাস্কের অভাবে বেশ কয়েকবার পুলিশের লাঠির বাড়ি খেয়ে এমন একটি উদ্যোগের ভাবনা মাথায় এসেছেও বলেও নিঃসংকোচে জানান এই আইবিএয়ান উদ্যোক্তা।

দেশের মানুষের জন্য সঠিক মাস্ক সরবরাহ করাও এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য বলে জানান রেন্ট-এ-মাস্কের অন্য এক উদ্যোক্তা সুলেমান মুখোশ বুয়েটী। তিনি বলেন, 'N95 মাস্কের নামে ভূয়া মাস্ক সরবরাহের বিষয়টাও আমাদের ভাবিয়েছে। সেজন্যই আমরা মানুষকে এই সেবাটুকু দেয়ার বিষয়ে এগিয়ে আসতে চেয়েছি। এই পর্যায়ে হাতে একটি মাস্ক নিয়ে তিনি বলেন, একমাত্র আমাদের কাছেই পাবেন চায়নার বিখ্যাত আদি ও আসল N95 মাস্ক। তবে যে যেমন মাস্ক চাবেন, তাকে সেটাই দেয়া হবে। কাপড়ের মাস্ক, সার্জিকাল মাস্ক থেকে শুরু করে দ্য মাস্কের ওই ম্যাজিক মাস্ক ছাড়া আমাদের কাছে সবই আছে।'

বাংলাদেশের বেশ আদি ব্যবসা রেন্ট-এ-কার এর আদলেই গড়ে উঠেছে এই উদ্যোগ। শিকড় থেকে শিখরে পৌঁছানোর মতো পুরোনো ঐতিহ্য বুকে ধারণ করে নতুন সমস্যার সমাধানের এই দারুণ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন দেশের ফার্স্ট ওয়েভ ও সেকেন্ড ওয়েভ এন্টারপ্রেনারশিপের দিকপালরা।

২৩২ পঠিত ... ২০:৫১, মে ৩০, ২০২০

Top