ঈদের বাজারে এসেছে পিপিই শাড়ি: রয়েছে পিপিই পাঞ্জাবি ও কাবলিরও চাহিদা

৯৪৯ পঠিত ... ১৩:২৯, মে ১৬, ২০২০

করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শপিং শুরু করেছেন আপামর জনতা। ক্রেতাদের স্রোতে সুনামি বয়ে যাচ্ছে দোকানগুলোতে। ভীড়ের মধ্যে গায়ে গা মিশিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা চাচ্ছেন কিছু নিরাপদ পোশাক। সেইসব চাহিদার কথা চিন্তা করেই বাজারে এসেছে পিপিই শাড়ি।

নতুন এই পিপিই শাড়ি কিনতে শাড়ির দোকানগুলোতে পিপিই পরা রমনীদের উপচে পড়া ভীড় থাকছে প্রতিদিন৷ ট্রায়াল রুমের লাইনে দাঁড়িয়েই একজন রূপবতী ক্রেতা উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, 'পিপিই শাড়ি ছিলো সময়ের চাহিদা। আর সেটা পেয়ে আমরা এখন প্রচন্ড হ্যাপি। এই দেশে নারীরা সব সময়ই অনিরাপদ। তবে অন্তত আমাদের কোনো এক ধরনের নিরাপত্তার কথা হলেও ভাবা হয়েছে, তাই ভাল লাগছে'।

কিন্তু স্পেশাল কী থাকছে এই পিপিই শাড়িতে? জানতে চাইলে একজন বিক্রেতা প্রচন্ড ব্যস্ততার মাঝেও আমাদের দেখিয়ে দেন শাড়িটার ডেমো। শাড়িটা পরে তিনি বলেন, 'একটা পিপিই শাড়ি প্রকৃতপক্ষে ছয়টা পিপিই কেটে বানানো হয়। শাড়ির পাড়ে থাকছে হ্যান্ডগ্লভসের ডিজাইনে নিখুঁত সুতার কাজ৷ এছাড়া আঁচলে থাকছে মাস্ক জোড়া দিয়ে তৈরি স্পেশাল নকশা। অনেকটা ঢাকাই জামদানির মত।' এছাড়া প্রতিটা শাড়ির সাথে হ্যান্ড স্যানিটাইজার ফ্রি দেয়া হচ্ছে, এমনটাও জানিয়েছেন তিনি।

অন্যদিকে ছেলেরাও পিছিয়েও নেই। তারাও পিপিই পাঞ্জাবি ও কাবলির দাবি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যাপারটা অবশ্য দোকানীদের নজর এড়ায়নি। দোকান মালিক সমিতি থেকে জানানো হয়েছে, 'অতি শ্রীঘ্রই বাজারে আসবে পিপিই পাঞ্জাবি। ছেলেরা যেন তাদের প্রিয়জনের সাথে নিরাপদে ঈদ-ভিডিও চ্যাট করতে পারেন সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি।'

৯৪৯ পঠিত ... ১৩:২৯, মে ১৬, ২০২০

Top