আড়ংয়ে পাঞ্জাবি ট্রায়াল দিতে নিজের নমুনা পরীক্ষা করালেন যুবক

১০৩৮ পঠিত ... ১২:৫৪, মে ১৫, ২০২০

জীবনের চেয়ে যেখানে ঈদ গুরুত্বপূর্ণ, সেখানে একটু পাগলামি থাকবে না, তা কী করে হয়! এরকম একটি সাইকেডেলিক ঘটনাই ঘটেছে আড়ং-এর গুলিস্তান ব্রাঞ্চে। সেখানে পাঞ্জাবি ট্রায়াল দেয়ার জন্য নিজের নমুনা পরীক্ষা করিয়েছেন জনৈক যুবক।

ঘটনার সূত্রপাত আড়ংয়ের ফেসবুকে পেজের বিজ্ঞপ্তি থেকে। সেখান থেকেই অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ওই যুবক। যথারীতি আড়ংয়ে যান পাঞ্জাবি কিনতে। কিন্তু বিপত্তি বাঁধে ট্রায়াল দিতে গিয়ে৷ কারন, আড়ংয়ের থার্মোমিটারে ওই যুবকের বডি টেম্পারেচার ধরা পড়ে ১০১। ফলে তৎক্ষণাৎ তাঁকে বের করে দেয়া হয় শোরুম থেকে। এক মুহূর্ত দেরি না করে তিনি নমুনা পরীক্ষা করাতে ছুটে যান। কারন ওই পাঞ্জাবিটা তাকে আজ কিনতেই হবে।

ফোনে যোগাযোগ করা হলে ওই যুবক জানান তিনি এখন কুয়েত-মৈত্রী হাসপাতালে আছেন। আমরা গিয়ে তাঁকে হাসপাতালের বারান্দায় চিন্তিত মুখে হন্টনরত অবস্থায় দেখতে পাই৷

পাঞ্জাবি কেনার জন্যই তাহলে এতকিছু করলেন, জানতে চাইলে যুবকটি ফ্যাকাশে মুখে বলেন, 'দেখেন, ঈদে নতুন পাঞ্জাবি না পরলে জীবনটাই বৃথা। পাঞ্জাবি পরে করোনায় মারা গেলেও শান্তি পাবো। এজন্যই এত কিছু করেছি। নমুনা জমা দিয়েছি। ওই পাঞ্জাবিটা ট্রায়াল দিতে পারবো কিনা এখনই জানতে পারবে না৷'

ওই পাঞ্জাবিটা যদি বিক্রি হয়ে যায়, এমন শংকার প্রশ্নে যুবকটি নির্লিপ্ত হাসি দিয়ে বলেন, 'সেটার সম্ভাবনা নেই৷ পাঞ্জাবিটা আমি হাত দিয়ে ধরেছিলাম। নেড়েচেড়ে দেখেছিলাম। ওটা অন্যরা এখন ভয়ে ছুঁয়েও দেখবে না।'

করোনা পজিটিভ আসুক এরকমই চাচ্ছি, এমনটা উল্লেখ করে তিনি আরো বলেন, 'এখন পজিটিভ আসলেই আমি নিশ্চিন্ত হই৷ তাহলে রিপোর্ট দেখলেই ওরা পাঞ্জাবিটা আমাকে ফ্রিতে দিয়ে দিবে। খুবই পশ একটা পাঞ্জাবি৷ কাপড়টাও এত সফট!'

এরই মধ্যে একজন স্বাস্থ্যকর্মী এসে জানালেন, 'আপনার রিপোর্ট রেডি'। খবরটা শুনেই যুবকটি চুপ হয়ে গেলেন। তার মুখে এক অদ্ভুত শংকা ফুঁটে উঠলো। এই শংকা করোনা নিয়ে নয়, এই শংকার কারণ- আড়ংয়ের পাঞ্জাবি...

 

[এটি একটি স্যাটায়ার সংবাদ। সীমিত আকারে ঈদ শপিং এবং এই খবরটি বিশ্বাস, দুটোই নিজ দায়িত্বে করবেন...]

১০৩৮ পঠিত ... ১২:৫৪, মে ১৫, ২০২০

Top