তারকাখ্যাতিতে অঞ্জন দত্তের সেলিব্রেটি এক্স মালাকে ছাড়িয়ে গেলো সুরাইয়া

৬৭৬ পঠিত ... ১৬:৩৭, মে ১৪, ২০২০

১২ মে মানে মালা। অফিশিয়াল কিছু না থাকলেও দুই বাংলার মানুষ ১২-ই মে অর্থাৎ মালার ম্যারেজ ডে 'মালা দিবস' হিসেবেও পালন করে। এমনকি অনেকে মে মাসের ১২ তারিখ 'হ্যাপি বার্থডে মালা'ও লিখে থাকেন! তবে অঞ্জন দত্তের গানের সুবাধে তারিকাখ্যাতি পাওয়া মালা এবার মলিন হয়ে গিয়েছেন নতুন তারকা সুরাইয়ার খ্যাতির কাছে। গুগলের এক আনঅফিশিয়াল ডাটার তথ্য অনুযায়ী, ১২ ও ১৩ ই মে দুইদিনে গুগল বৈশ্বিক সার্চের শীর্ষে উঠে এসেছেন তারকা সুরাইয়া। এমনকি বাংলাদেশ থেকে গত ৪৮ ঘন্টায় সুরাইয়া তারকা ব্যতীত আর কোন ব্যক্তি, স্থান কিংবা ঘটনা সার্চ করা হয়নি।

তবে নিজের তারকা খ্যাতিকে স্বাভাবিকভাবেই দেখছেন সুরাইয়া। পুব আকাশে মিট মিট করে জ্বলতে জ্বলতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, '১২-ই মে মালার চলে যাওয়ার দিন, আর আমার ফিরে আসার দিন। যে ফিরে আসে তাকে নিয়েই তো মানুষের আলোচনা হয়, এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই।'

নিজের ইউনিভার্স জোড়া খ্যাতির কথা কথা মনে করিয়ে দিয়ে সুরাইয়া আরো জানান, 'দেখুন আপনারা পড়ে আছেন বাংলাদেশ নিয়া। আমার পরিচিতি সারা ইউনিভার্সে। মঙ্গল থেকে কেপলার, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, নক্ষত্র থেকে ব্ল্যাকহোল জুড়ে বিস্তৃত আমার খ্যাতি। সেখানে কোথাকার কোন বয়ফ্রেন্ডকে ছেড়ে যাওয়া বেঈমান মালার সাথে তুলনা করে আমাকে ছোট করছেন আপনারা।'

কথা ছিলো সুরাইয়া তারকার দ্যুতি ছড়িয়ে পড়লেই পৃথিবী থেকে বিদায় নিবে করোনাভাইরাস। ১২-ই মে মালা চলে গেলেও সুরাইয়া তাড়াতে পারেননি করোনাকে। এমনটা মনে করিয়ে দিয়ে মালা বলেন, 'আগেও বলেছি অঞ্জন একটা ফ্রড। রূপ, রঙ আর জ্বলমলে আলোয় পাগল হয়ে আমি চলে যাওয়ার দিনই সুরাইয়াকে নিয়ে আসছে। সে ভাবছে সুখি হবে! কিন্তু মনে রাইখেন, এই সুরাইয়া করোনা তাড়াতে না পারলেও অঞ্জনের জীবন থেকে সুখ ঠিকই তাড়াবে।'

এই সময়ে শহীদ কাদরির কবিতার অনুকরণে মালা বলেন, 'সুরাইয়া আসবে অঞ্জনের কাছে ঠিকই, কিন্তু আমাকে ছাড়া মালাবদল হবে না, মালাবদল হবে না। মালাবদল হবে না!

৬৭৬ পঠিত ... ১৬:৩৭, মে ১৪, ২০২০

Top