মৌসুমীর রোমান্টিক দৃশ্য দেখার জন্য ভ্যাকসিন আবিষ্কার করতে চান বরিশালের সানী

১২৩০ পঠিত ... ২২:১৫, মে ১০, ২০২০

করোনার ভ্যাকসিন আবিষ্কারের অপেক্ষায় বৈশ্বিক অনেক কিছুর পাশাপাশি আটকে আছে সিনেমার রোমান্টিক দৃশ্যের অভিনয়ও। গত ৮ মে প্রথম আলো আলাপনে এমনটাই জানান জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। এমন খবর প্রকাশ হওয়ার পর বরিশালের সানী নামে মৌসুমীর এক পাগলা ফ্যান করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়ে ফেলেছেন।

মূলত ভ্যাকসিন সায়েন্টিস্ট না হলেও এমন অসাধ্য সাধন করায় দৃঢ় প্রতিজ্ঞ বরিশালের সানী আমাদের জানান, 'আমি জানি আমি সায়েন্টিস্ট না। তবে আমি বিশ্বাস করি, আমি ভ্যাকসিন বানাতে পারবো। প্রিয় নায়িকার জন্য তার ভক্তের কাছে সামান্য একটা ভ্যাকসিন কোন ব্যাপার না।'

এই সময়ে কিছুক্ষণ গুনগুন করে 'ও আমার বন্ধু গো চিরসাথী পথচলার' গুনগুন করে গেয়ে তিনি আরো বলেন, 'পৃথিবীতে সব অসম্ভব কাজের পেছনে কারো মোটিভেশন লাগে। একজন উরাধুরা পাগলা ফ্যান হিসেবে মৌসুমীর রোমান্টিক দৃশ্য দেখার চেয়ে বড় মোটিভেশন আর কী হইতে পারে!'

এই পর্যায়ে তিনি একটি সিনেমায় মান্নাকে দেয়া মৌসুমীর বিখ্যাত 'ফিঙ্গারজব' এর দৃশ্যটি ইউটিউবে একবার দেখে স্মৃতিকাতর হয়ে পড়েন।

গল্পে গল্পে করোনার সময়ের একটু পেছনে ফিরে যান সানী। কিছুটা মনুমেন্টাল হয়ে স্মৃতিচারণ করতে করতে তিনি আমাদের বলেন 'জানেন, কত সিনেমা যে শুধু মৌসুমীর রোমান্টিক দৃশ্য দেখার জন্যই দেখেছি। কিন্তু বেশিরভাগই আশাহত হয়েছি। প্রতিটা ছবিতে মৌসুমী একটু রোমান্টিক হতে গেলেই টুপ করে কই থেকে দুইটা ফুল চলে আসে। টেনে টেনে একই দৃশ্য হাজারবার দেখছি, কিন্তু প্রতিবার ফুল আসেই। ফুল কই থেকে আসে বোঝার জন্য টিভিও ভাঙছি একটা।'

এই ভ্যাকসিন আবিষ্কারের পর নতুন ইতিহাস লেখা হবে বলেও জানান তিনি। সানী বলেন, আগে মানুষ বলতো 'প্রতিটা সফল পুরুষের পেছনে একজন নারী থাকে'। এখন থেকে লিখবে, 'প্রতিটি সফল ভ্যাকসিনের পেছনেও একজন নারী থাকে।'

করোনার ভ্যাকসিন আবিষ্কারের আগ পর্যন্ত রোমান্টিক সিন না করার এই সিদ্ধান্তকে স্যালুট জানিয়ে সানী বলেন, 'তিনি বলা যায় ম্যাম পর্যায়ের সিদ্ধান্ত নিয়েছেন। কাজ এবং সাবধানতা কোনটার সাথেই তিনি কম্প্রোমাইজ করেননি। উনি চাইলে মাস্ক পরেও রোমান্টিক দৃশ্য করার সিদ্ধান্তে যেতে পারতেন, বাট ওটা হতো কাজের মানের সাথে কম্প্রোমাইজ। তার এমন ডেডিকেশনে আই জাস্ট স্যালুট হার।'

লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে সানী বলেন, 'মনে একটা গোপন আশাও আছে... ভ্যাকসিন আবিষ্কার করার পর প্রিয় নায়িকা মৌসুমী যদি একবার 'ও মোর সানী' বলে আমার কাছে আসে...' এই পর্যন্ত বলার পর তিনি ওরে মোর খোদা বলে শিহরণের চোটে মূর্ছা যান!

১২৩০ পঠিত ... ২২:১৫, মে ১০, ২০২০

Top