ফেসবুকে এলো অনুভূতি ফর্সা করার ক্রিম 'কেয়ার এন্ড লাভলি'

৫৩২ পঠিত ... ১২:২৮, মে ০৭, ২০২০

বাজারে অহরহ পাওয়া যায় ত্বক ফর্সাকারী বিভিন্ন ক্রিম। সেসব ক্রিমে আপাতদৃষ্টিতে ত্বক ফর্সা হলেও ভেতরের কালো অনুভূতিটা আর ফর্সা হয় না।
এই সমস্যার কথা ভেবেই যুগোপযোগী এক পদক্ষেপ নিয়েছে ফেসবুক। কেয়ার রিএ্যাক্ট এর পর তারা এবার মহা আড়ম্বরে নিয়ে এসেছে অনুভূতি ফর্সা করার ক্রিম- 'কেয়ার এ্যান্ড লাভলি'।

নতুন এই ক্রিম শুধু যে অনুভূতি ফর্সা করবে, তা নয়। বরং কেয়ার এ্যান্ড লাভলি ব্যবহারে অনুভূতি হবে একদম ভেতর থেকে মজবুত। ফলে অল্পতেই অনুভূতিতে আঘাতও লাগবে না। এছাড়া নিয়মিত ব্যবহারে ভেঙে যাওয়া অনুভূতিও জোড়া লাগতে পারে। এমনটাই জানিয়েছেন ফেসবুকের নায়েবে আমির জাকারবার্গ সিয়াটলী।

কেয়ার এ্যান্ড লাভলির লঞ্চিং অনুষ্ঠানে জাকারবার্গ বামহাতে ক্রিমের প্যাকেট উঁচু করে বলেন, 'সম্মানিত ভাই ও বোনেরা। নতুন নতুন রিয়্যাক্ট যুক্ত করেও আপনাদের সন্তুষ্ট করতে পারিনি। অবস্থা ক্রমশ অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। প্লিজ, আপনারা বিভিন্ন পোস্টে কমেন্ট করার আগে অন্তত একবার এই ক্রিমটি মাখুন।' বক্তৃতা শেষ হতেই জাকারবার্গের স্ত্রী প্রিসিলা সজোরে তালি দিয়ে সহমত ব্যক্ত করেন।

এ সময় জনৈক দর্শক 'প্রিসিলার ওড়না কই?' বলে চিৎকার করে উঠলে জাকারবার্গ তাকে মঞ্চে ডেকে বিনামূল্যে এক প্যাকেট ক্রিম প্রদান করেন। ক্রিম মাখার সাথে সাথে ওই দর্শক মাথা নিঁচু করে 'সরি' বলেন এবং প্রিসিলার সাথে সেল্ফি তুলে মঞ্চ থেকে ধীর পায়ে নেমে আসেন। ক্রিমের জাদুকরী ক্ষমতা দেখে গোটা অডিটোরিয়াম কড়োতালিতে মুখর হয়ে ওঠে।

নতুন এই 'কেয়ার এ্যান্ড লাভলি' ফেসবুক ব্যবহারকারীদের মাঝে অত্যন্ত সমাদৃত হবে এমনটাই আশা জাকারবার্গ এর। ক্রিমের প্রথম একশো অর্ডারকারী পাবেন 'এত অনুভূতি নিয়া কই যাই?' শীর্ষক কর্মশালায় অংশগ্রহণের সুবর্ণ সুযোগ৷

৫৩২ পঠিত ... ১২:২৮, মে ০৭, ২০২০

Top