কিম জং উনের মৃত্যুর খবর যাচাই করতে পাঠানো হচ্ছে তিন সদস্যের তদন্ত কমিটি

৮৯০ পঠিত ... ২২:৪৩, এপ্রিল ২৭, ২০২০

গত ২৫ এপ্রিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মৃত্যু হয়েছে দাবি করে খবর প্রকাশ করেছে হংকং এর সরকার অনুমোদিত টেলিভিশন এইচকেএসটিভি হংকং। বিশ্বের অন্য কোন গণমাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত না করলেও খুব দ্রুতই খবরটি বাংলাদেশসহ সারাবিশ্বে ভাইরাল হয়ে যায়।

তবে অন্যরা বসে থাকলেও বাংলার ফেসবুক জনতা একদমই বসে থাকার পক্ষে না। প্রথম দফা কিমের মৃত্যু নিয়ে স্ট্যাটাস দিয়ে ফেলার পর পরের দফার স্ট্যাটাসের আগে নিশ্চিত হতে তিন সদস্য বিশিষ্ট ফেসবুকিয় তদন্ত কমিটি গঠন করে উত্তর কোরিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

কমিটির অন্যতম সদস্য সঞ্জয় সরকারের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'কিমের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটিয়ে আমরা নিশ্চিন্তে স্ট্যাটাস দিতে চাই। এর আগে এটিএম শামসুজ্জামান, সেলিনা হায়াত আইভির ভূয়া মৃত্যুর খবরে স্ট্যাটাস দিয়ে প্রচুর গালি খেয়েছি। এবার আর সেই রিস্ক নিতে চাই না।'

কিমের ভূয়া মৃত্যু নিয়ে স্ট্যাটাস দিলে নিজেদের মৃত্যু নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনার কথাও বলে তদন্ত কমিটির সদস্যরা।

বাংলাদেশের ফেসবুকিয় এই কমিটির সাথে কিমের ক্লোজ ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্পের ফেক টুইটার আইডির অ্যাডমিনও যোগ হতে পারে বলে খবর পাওয়া গেছে। সঞ্জয় সরকার বলেন, 'উত্তর কোরিয়ায় ঢোকা সহজ করতেই ট্রাম্পকে সাথে রাখার সিদ্ধান্ত নিয়েছি। ট্রাম্প পাশে থাকলে আমাদের দুর্ঘটনার রিস্ক কিছুটা কম। উল্টাপাল্টা কিছু হলে তারা দুজনই মারামারি লেগে যাবে। আশা করছি এই ফাঁকে আমরাও সত্যটা জেনে যাবো। ভাগ্য সুপ্রসন্ন থাকলে দুজনের মৃত্যুর খবর নিয়েও আসতে পারবো।'

ট্রাম্পের ফেক আইডিও এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। ফেক আইডিটি থেকে বাংলাদেশের ৩ সদস্য বিশিষ্ট কমিটির ছবি পোস্ট করে বলেন, 'তাদের মতো আমিও কিমের মুখ থেকেই শুনতে চাই সে আছে নাকি মারা গেছে। আশা করছি দারুণ একটি সফর হবে।'

৮৯০ পঠিত ... ২২:৪৩, এপ্রিল ২৭, ২০২০

Top