ক্রিস হেমসওয়ার্থ বনাম ব্রাহ্মণবাড়িয়া মারামারি চায় বাংলার উৎসুক জনতা

১২০২ পঠিত ... ১৫:২৭, এপ্রিল ২৬, ২০২০

স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, করোনা বিষয়ক দুশ্চিন্তা কমাতে টিভিতে যেন বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা হয়। যদিও টিভির বদলে ব্যাকটুব্যাক বিনোদন দিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া। এবার তারই প্রেক্ষিতে, উৎসুক জনতা আরেকটু উচ্চ লেভেলের বিনোদন পাওয়ার আশা ব্যক্ত করেছে। জাতি এখন ক্রিস হেমসওয়ার্থের সাথে ব্রাহ্মণবাড়িয়ার মারামারি দেখতে চায়। মূলত, 'এক্সট্র‍্যাকশন' মুক্তির পর থেকেই তারা এই অভূতপূর্ব মারামারিটা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে।

এ ব্যাপারে কথা বলতে চাইলে উৎসুক জনতা কল্যাণ সমিতি (উজকস)-এর সভাপতি একটি গ্রুপ ভিডিও কলে আমাদের সাথে কথা বলেন। তিনি মুখ কালো করে বলেন, 'আমরা এক্সট্রাকশন মুভির মারামারি দেইখা হতাশ! ব্রাহ্মণবাড়িয়ার মারামারির কাছে এডি হইলো হাডুডু খেলা।' এ সময় ভিডিওকলে যুক্ত উৎসুক জনতা চিৎকার দিয়ে উৎসাহ দেয়।

উজকস-এর সভাপতি নেটফ্লিক্সকে হুশিয়ারি দিয়ে বলেন, 'আপনেরা আমগো লেভেল জাইনা হ্যারপর মুভিটুভি বানায়েন৷ আমগো চোখে আরাম দেয়া এত সহজ না। আমরা সারা বছর বিনা সাবস্ক্রিপশনে ব্রাহ্মণবাড়িয়া দেখি।'

এ সময় ভিডিও কলে সংযুক্ত উৎসুক জনতা 'হইইই' বলে চিৎকার দিয়ে একজন অন্যজনের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ার ভঙ্গি করতে থাকে।

ক্রিসের সাথে ব্রাহ্মণবাড়িয়ার মারামারিটা কোথায় হইলে ভাল হয়, এমন প্রশ্নে উজকস-এর সভাপতি মুচকি হেসে বলেন, 'আমরা এই মারামারি ইন্ডিয়ায় দেখতে চাই না। দেশের মারামারি আমরা দেশেই দেখতে চাই। নারায়ণগঞ্জ শহরে এই মারামারিটা হইলে খুব ভাল হয়। দেখে মজা পাওন যাইবো আর কি।' উৎসুক জনতা আবারো 'হই' বলে চিৎকার দিয়ে ওঠে।

তবে এ ব্যাপারে এখনো নিজের সিদ্ধান্ত জানাননি ক্রিস হেমসওয়ার্থ। মারামারি যদি সত্যিই হয় তখন কি করবেন, এমন প্রশ্নে ক্রিস স্পষ্ট বাংলায় তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, 'ব্রামানবাড়িকে পরমান দিতা হবা'।

১২০২ পঠিত ... ১৫:২৭, এপ্রিল ২৬, ২০২০

Top