যেখানে অলরাউন্ড পারফরম্যান্স দেখাতে ব্যর্থ বিশ্বসেরা সাকিব আল হাসান

৪৯৬ পঠিত ... ২০:১৬, এপ্রিল ২১, ২০২০

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিংবা ক্যাপ্টেন্সি; ২২ গজে সবকিছু দারুণভাবে সামাল দেন তিনি। তবে, ২২ গজের বাইরে নিজের অলরাউন্ড পারফর্মেন্সে বেশ ভালোরকম ভাটা পড়েছে সাকিবের।

করোনার এই কঠিন সময়ে 'দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন' নামে নিজের একটি ফান্ড রেইজিং প্লাটফর্মের ডোনেশন কালেকশনে বেশ ফর্মে থাকলেও, নিজের কাকড়া ফার্মের দুই শতাদিক শ্রমিকের বেতন দেয়ার ক্ষেত্রে টানা ৪ মাস দারুণ ফর্মহীনতায় আছেন সাকিব। ৪ মাস ধরে বেতন না পাওয়ায় গত সোমবার (২০ এপ্রিল) সাকিব আল হাসানের কাকড়া ফার্ম 'সাকিব এগ্রো ফার্ম' এর শ্রমিকরা বিক্ষোভ করে (খবর: বিডিনিউজ২৪)।

তবে এই ব্যাপারে সাকিবকে খুব একটা দোষ দিতে চান না সাকিবের এক ডাইহার্ড ফ্যান। সাকিব আল হাসান জুনিয়র (আসল নাম জানা যায়নি) নামে এই ফ্যানের দাবি, 'সাকিব চ্যাম্পিয়ন প্লেয়ার। ব্যাটিংটা একটু খারাপ হলে, ঠিকই বোলিংয়ে তা পুষিয়ে দিবে। এখন বেতন দিতে পারছে না, তবে ডোনেশন তুলে সারাদেশের মানুষকে ত্রাণ দিয়ে পুষিয়ে দিবেন তিনি।'

সাকিবেরও সীমাবদ্ধতা আছে দাবি করে অন্য এক সাকিব ফ্যান বলেন, 'একটা লোক কয়দিক সামলাবে? ডোনেশনের কাজ করছে সেজন্য হয়তো এগ্রো ফার্মের ব্যাপারটা মাথায় নাই। ভুলে গেছে। শ্রমিকরা সাকিবকে ভালোবেসে কিছুদিন চালিয়ে নিলেই তো হয়ে গেলো।'

সে সময় পাশ থেকে আরেকজন ফ্যান ফিসফিস করে মন্তব্য করেন, 'নিশ্চয়ই উনাকে ভুল বোঝানো হচ্ছে...'

তবে আশা হারাতে চান না সাকিব হেটার্সরা। হেটার্সরাও সাকিবকে চ্যাম্পিয়ন প্লেয়ার দাবি করে বলেন, 'সাকিবের একটা কিক দরকার। একটু খেয়াল করলে দেখবেন, খারাপ পারফর্মেন্সের জন্য সমালোচিত হওয়ার পরই সাকিব তেতে উঠে ২২ গজে একদম ফাঁটিয়ে দেয়। এগ্রো ফার্ম নিয়া তাতিয়ে দেয়া হয়েছে, এবার অপেক্ষার পালা। সাকিব আবারো ফর্মে আসবে, সবাইকে বেতন দিয়ে আমাদের যোগ্য জবাব দিবে। ৪ মাসের বেতন ইজ টেম্পরারি, ডোনেশন কালেক্ট ইজ পার্মানেন্ট।'

এই বিষয়ে শিশির ভাবি অবদান রাখতে পারেন বলেও মনে করেন একজন। তিনি বলেন, 'ভাবি বললে অস্ট্রেলিয়াকে পর্যন্ত টেস্ট হারিয়ে দেয় সাকিব। এ তো সামান্য ৪ মাসের বেতন। ভাবি একবার বলে দিলেই হয়ে যাবে।'

৪৯৬ পঠিত ... ২০:১৬, এপ্রিল ২১, ২০২০

Top