করোনায় দূষণ কমে যাওয়ায় আবারও সমুদ্রে ফিরে যাচ্ছে গরুরা

৭৭১ পঠিত ... ২০:২৯, এপ্রিল ১৭, ২০২০

করোনায় দূষণ কমে গিয়ে এখন পর্যন্ত অনেক কিছুই ঘটেছে। অনেকেই এখন বাড়ির ছাদে উঠলে দেখতে পাচ্ছেন হিমালয়ের পর্বতমালা। এছাড়া বড় বড় শহরের রাস্তায় হরিণ, ভাল্লুক ইত্যাদি প্রাণীকেও ঘুরে বেড়াতে দেখা গেছে। তবে এবার যেটা ঘটেছে সেটা একদমই অকল্পনীয়। সবাইকে চমকে দিয়ে, এবার গরুরা সমুদ্রে ফিরে যেতে শুরু করেছে।

কক্সবাজারের জনৈক গরুর মালিক জানান, 'তার গরু গতকাল কাউকে কিছু না জানিয়ে সমুদ্রে নেমে যায়। তিনি খুঁজতে এসে দেখেন, গরুটি লেজ নাড়িয়ে সাতার কাটতে কাটতে মাঝ সমুদ্রে চলে যাচ্ছে। গরু হারিয়ে সর্বশান্ত হয়েছেন এরকম আরো কিছু গরুর মালিকের সাথে আমাদের দেখা হয়েছে৷'

গরুদের এমন আচরণের হেতু জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাউলোসফিস্ট বলেন, 'গরুরা মূলত এক ধরনের সামুদ্রিক মাছ। কোটি কোটি বছর আগে সমুদ্র থেকে গরু ধরে এনে মানুষ বাসায় ওদের পুষতে শুরু করে৷ আজ এতদিন বাদে পৃথিবী ফিরে গেছে সেই দূষণমুক্ত প্রাচীনরূপে। তাই গরুরাও ফিরে যাচ্ছে তাদের প্রকৃত বাড়িতে।'

গরুকে উৎকৃষ্টমানের সামু্দ্রিক প্রাণী হিসেবে আখ্যায়িত করে ওই গবেষক আরো বলেন, 'মূলত গরুর লেজটাই ফুলকা হিসেবে কাজ করে। আর ঠ্যাং গুলো আগে ছিলো পাখনার মত। সেটাই বিবর্তনের মাধ্যমে আবার পাখনা হয়ে যাবে বলে আশা করা যায়৷'

এদিকে গভীর সমুদ্রে জেলেদের জালে আজকাল গরু ধরা পড়ছে এমনটাও শোনা যাচ্ছে৷ অনেকে আবার লুকিয়ে গরুর শুটকি বানাচ্ছেন, এমন খবরও আসতে শুরু করেছে।

৭৭১ পঠিত ... ২০:২৯, এপ্রিল ১৭, ২০২০

Top