ত্রাণ চুরি ঠেকাতে বিএনপিকে ত্রাণের দায়িত্ব দেয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা

৫১৬ পঠিত ... ২০:২৫, এপ্রিল ১৭, ২০২০

এক বৈশ্বিক সমীক্ষায় দেখা গেছে, করোনার কারনে গোটা বিশ্বে সব চেয়ে বিষন্নতার মধ্যে আছে আওয়ামী লীগ সরকার। তারা জনগণের জন্য প্রণোদনা প্যাকেজ, ত্রাণ সহায়তা ইত্যাদি দিয়েও জনগণকে তুষ্ট করতে পারছে না। উল্টো গায়ে লাগাতে হচ্ছে 'চোর'-এর তকমা।

এদিকে ত্রাণ চোর নিজেদের দলের লোক হওয়ায় মুখপাত্র মশাইরা পড়েছেন মহা বিপাকে। অন্য কারো ঘাড়ে যে দোষটা চাপাবেন, সেটাও সম্ভব হচ্ছে না।

তাই সরকারকে এই ত্রাণ সংক্রান্ত মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার এক অভিনব উপায় বাতলে দিতে এগিয়ে এসেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, ত্রাণ চুরি ঠেকাতে দ্রুত ত্রাণের দায়িত্ব দিতে হবে বিএনপিকে। আর এতেই দুমদাম ঘুরে যাবে দাবার ঘুটি।

বিএনপি কি ত্রাণ চুরি করবে না, এমন প্রশ্নে 'বিশেষজ্ঞ সমন্বয় কমিটি (বিসক)'-এর যুগ্ম আহবায়ক বলেন, 'দেখুন চুরি একটি আর্ট। যেকোনো আর্ট চর্চার বিষয়। বিএনপি যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় নেই। তাই হতে পারে, তারা এই আর্ট ভুলেই গেছে। যদিও সম্ভাবনা কম। আর আমরা তো চাই, বিএনপি ত্রাণ চুরি করুক।'

ব্যাপারটা একটু ব্যাখ্যা করতে বললে আহবায়ক বলেন, 'আসলে আমরা চুরি বন্ধ করতে পারবো না। তবে অভিযোগের মোড় ঘুরিয়ে দিতে পারবো। দেখুন বিএনপির ঘাড়ে ত্রাণ চুরির দোষটা দিতে পারলেই প্রেসার অনেকটা কমে যাবে। সরকার তখন ঠান্ডা মাথায় করোনাকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর আমরা এটাই চাচ্ছি।'

তথ্যমন্ত্রীর প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরো বলেন, 'মানুষটার কষ্ট দেখলে বুকটা ফেটে যায়। এই একটা ব্যাপারে উনি বিএনপিকে দোষ দেয়া থেকে বিরত আছেন। কতটা চাপা কষ্ট হয় তার, আমরা সেটা বুঝি। আমাদের পরামর্শ মানলে এসব কষ্ট অচিরেই দূর হবে।'

এদিকে খবরটা শুনে নড়েচড়ে বসেছেন মীর্জা ফখরুল। একটি ফেক আইডি দিয়ে ফোন করে তিনি উত্তেজিত গলায় আমাদের বলেন, 'ক্ষমতা জমা দিছি, ট্রেনিং এখনো জমা দেই নাই৷ সরকারের সাথে সমন্বিতভাবে চুরি থুক্কু, কাজ করতে আমরা প্রস্তুত আছি।'

৫১৬ পঠিত ... ২০:২৫, এপ্রিল ১৭, ২০২০

Top