চুরির চাল আর তেলের পর চুরির ডাল পেলেই ত্রাণের খিঁচুড়ি খাবেন চেয়ারম্যান-মেম্বাররা

১০২৪ পঠিত ... ১৯:৫২, এপ্রিল ১৬, ২০২০

পর্যাপ্ত পরিমাণ ত্রাণের চাল ইতোমধ্যে চুরি করা হয়ে গেছে, চেয়ারম্যান, মেম্বারদের সহযোগিতায় গতকাল থেকে অবৈধভাবে টিসিবির তেলও মজুদ করা শুরু হয়ে গেছে। এবার ত্রাণের ডাল চুরি করতে পারলেই রান্না হবে ত্রাণের খিঁচুড়ি। এরপর দলেবলে খাবেন সবাই মিলে।

গতকাল (১৬ এপ্রিল) রংপুরের পার্বতীপুর থেকে অবৈধভাবে মজুদ করা টিসিবির ১২৩৮ লিটার তেল উদ্ধারের সময় সংঘের দুই সদস্য আটকের খবরে বেশ হতাশ হলেও eআরকির সাথে এক বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানান নিখিল বাংলা ত্রাণচোর সংঘের সভাপতি। চাল চোর ও তেল চোরদের জন্য জেলগেটে নিয়মিত খিঁচুড়ি প্রদানের ঘোষণা দিয়ে তিনি ডাল চুরির কাজে নিয়োজিতদের নির্ভয়ে মিশন সম্পন্ন করার আহ্ববানও জানান।

কোয়ারেন্টিনের একঘেয়েমি জীবন কাটিয়ে খাদ্যাভাসে বৈচিত্র‍্য আনতেই ত্রাণের জিনিসপত্র চুরি করছেন বলেও জানান তিনি। তিনি বলেন, 'জিহ্বার স্বাদ চইলা গেছে, কোন কিছুতে মজা পাই না। স্বাদে বৈচিত্র‍্যের জন্য চাল মাটির নিচে রাখলাম, পানিতে রাখলাম! কিন্তু মজা আর আইলো না। পরে বুঝলাম, শুধু চুরির চাল দিয়া হইবো না, তেল, ডাল, মশলাপাতি সবই চুরির লাগবো! চুরির জিনিসের মজা আমাগোর চেয়ে ভালো আর কে জানে। সেজন্য সবাই মিলে ত্রাণের খিঁচুড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চাল, তেল তো হইলোই! এবার ডাইলটা হলেই চিল শুরু হবে।'

ত্রাণের সিগারেট না থাকার জন্য বেশ আফসোস করে তিনি আরো বলেন, 'ডাইলের সাথে সিগারেট না হইলে আরাম লাগে না। ত্রাণের ডাইলের সাথে কেনা সিগারেট জমবে না খুব একটা।'

চুরির ত্রাণের খিঁচুড়ি একা খাবেন না বলেও জানান তিনি। একটা কাল্পনিক ঢেঁকুর তুলে তিনি বলেন, 'ত্রাণের খিঁচুড়ি নিজে খাবো, উপরমহলকে খাওয়াবো, পুরা রাষ্ট্রকে খাওয়াবো। উপরমহলকে দেয়া ছাড়া জীবনেও কোনদিন কোনকিছুই খাইনি। এবারও পারবো না।'

ত্রাণের খিঁচুড়ি দরিদ্র মানুষদের দিবেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'অবশ্যই দিবো। প্রতি প্লেট ৪০ টাকা।'

১০২৪ পঠিত ... ১৯:৫২, এপ্রিল ১৬, ২০২০

Top