কোভিড-১৯ বাদে বাকি সব টেস্টে পজিটিভ ম্যারাডোনা

৫৩০ পঠিত ... ১৪:২২, এপ্রিল ১৫, ২০২০

করোনাভাইরাসের সংক্রামক রোগ কোভিড-১৯ বাদে বাকি সব ধরণের টেস্টে পজিটিভ হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার দিয়াগো ম্যারাডোনা। এক অননুমোদিত পরীক্ষাগার থেকে ফাঁস হয় এমন চাঞ্চল্যকর অননুমোদিত তথ্য। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া এই টেস্ট রিপোর্টটিতে কারো নাম না থাকলেও, দিয়াগো ম্যারাডোনার বৈচিত্র‍্যময় জীবনের সাথে এই রিপোর্ট অনেকাংশেই মিলে যায় বলে ধারণা করছেন ফেসবুকবোদ্ধারা।

এ বিষয়ে এক ম্যারাডোনা ফ্যান বলেন, 'আমরা প্রচণ্ড ভাগ্যবান! এমন একজন পজেটিভ মানুষের সময়ে আমাদের জন্ম। আরো ভাগ্যবান, আমরা এমনই একজন পজেটিভ মানুষের ফ্যান।'

স্প্যানিশ ফ্লু, প্লেগ এসবের আমলে ম্যারাডোনার জন্ম না হওয়াতেও বেশ দুঃখ প্রকাশ করেছেন অনেকে। তারা বলেন, ম্যারাডোনার ক্যারিয়ারে এই দুটোর পজেটিভ রিপোর্ট না থাকলে বসের ক্যারিয়ার কোনভাবেই পূর্ণতা পাবে না। প্রয়োজনে ব্যক্তিগতভাবে হলেও ম্যারাডোনার শরীরে এই দুটি ভাইরাসের সংক্রমণ করার পক্ষেও মত দেন অনেকে।

ফেসবুকে ভাইরাল হওয়া এই রিপোর্ট পাঠিয়ে ম্যারাডোনার একটি ফেইক আইডি থেকে তার অনুভূতি জানতে চাইলে বেশ দুঃখ প্রকাশ করে ম্যারাডোনা বলেন, 'এটা বেশ দুঃখজনক। আমি এটা কোনভাবেই মানতে পারছি না। সামান্য করোনা ভাইরাসের কাছে আমি হেরে গেলাম!'

তবে, আশার বাণী শুনিয়ে করোনা ভাইরাসকে জয় করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করে তিনি বলেন, 'উৎসাহ পেলে করোনা ভাইরাসের পজিটিভ হয়েও দেখাবো।' 

এত কিছুতে পজেটিভ হতে পেরেছেন বলেই আর্জেন্টিনার জন্য একটা বিশ্বকাপ আনতে পেরেছেন বলেও জানান ম্যারাডোনা। একইভাবে বিশ্বকাপ পাওয়ার জন্য মেসিকেও এমন পজেটিভ অ্যাটিটিউড অর্জন করার পরামর্শ দেন।

৫৩০ পঠিত ... ১৪:২২, এপ্রিল ১৫, ২০২০

Top