স্বামীর বাজারের অজুহাতে বাইরে যাওয়া ঠেকাতে ঘরেই বাজার বসালেন স্ত্রী

৩০৯৯ পঠিত ... ১৪:১১, এপ্রিল ০৮, ২০২০

বাঙালি স্ত্রী মানেই জানেন, স্বামীদেরকে দিনে একবার বাজারে পাঠানো 'অসম্ভবকে সম্ভব করা' পর্যায়ের কাজ। কিন্তু সেই স্বামী যদি এমন করোনাকালে দিনে কয়েকবার বাজারে যেতে চায়, সে বাজারে যাওয়া যে নেহায়াতই অজুহাত তা তো যে কেউই ধরতে পারে। ধরতে পেরেছেন বাঙালি স্ত্রী আঁখি ভদ্রও। সেজন্যই স্বামিকে বাসায় আঁটকে রাখতে বাসার মধ্যেই বাজার তৈরি করে বসে পড়লেন তিনি।

ঘটনা গতকাল, মানে ৭ এপ্রিলের। ফেসবুকে ভাইরাল হওয়া উপরের এই ছবির সূত্র ধরে আমরা যোগাযোগ করি আঁখি ভদ্র-এর সাথে। এমন অভিনব কৌশল সম্পর্কে তিনি জানান, 'আগে তিনদিনে বাজারে পাঠাইতে পারতাম না। জামাইতো আমার আগেরটাই। শুধু সময় বদলাইছে। ভাবছিলো আমি বুঝুম না। দুইদিনে বেশ কিছু বাজার করার পর একই বাজার আবার করতে চাওয়াতেই ধইরা ফালাইছি।'

শুধুমাত্র নিজের জন্য না। দেশের অনেক ভুক্তভোগী বোনদের অনুরোধেও এই পদ্ধতি আবিষ্কার করেছেন বলেও জানান তিনি।

এদিকে বাইরে যেতে চেয়ে কট খাওয়া ভাইটি অন্যসকল ভাইদেরকে ভুল থেকে শিক্ষা নেয়ার বিষয়ে পরামর্শ দেন। ধরা খাওয়া ঠেকাতে কী কী বাজার করেছে তার লিস্ট করে রাখার পরামর্শ দিয়েছেন। হাতে প্রচুর অপশন রাখতে রান্না ঘর থেকে অনেক না জানা মশলাপাতি ও রেসিপি সম্পর্কে ধারণা রাখার কথাও বলেন তিনি।

আঁখি ভদ্র থেকে অনুপ্রাণিত হয়ে 'স্বামী আটকাও' কর্মসূচির আওতায় বাসায় কাঁচাবাজারের পাশাপাশি সেলুন, নাইট ক্লাব, ফার্স্ট ফুড, জুস বার ইত্যাদি খোলা শুরু করবেন বলে জানিয়েছেন অনেকে।

৩০৯৯ পঠিত ... ১৪:১১, এপ্রিল ০৮, ২০২০

Top