'লা কাসা দে পাপেল' দেখে মায়ের পার্স থেকে টাকা চুরি করতে গিয়ে ঝাড়ুপেটা খেলো যুবক

৯১৬ পঠিত ... ১০:২৬, এপ্রিল ০৬, ২০২০

দুর্দান্ত ডাকাতির গল্প নিয়ে নির্মিত নেটফ্লিক্সের ক্রাইম ড্রামা থ্রিলার সিরিজ 'লা কাসা দে পাপেল' এখন অনলাইন অফলাইন দুটোই কাপাচ্ছে। দর্শকরা সিরিজ দেখছে, গল্প করছে, তর্ক করছে।

তবে বাংলাদেশে ঘটেছে ভিন্ন এক ঘটনা। এক বেকার যুবক নিতান্ত অভাবে পড়ে লা কাসা দে পাপেল থেকেই অনুপ্রাণিত হয়ে মায়ের পার্সের টাকা চুরি করতে গিয়েছেন। কিন্তু সঠিক পরিকল্পনা বাস্তবায়নের অভাবে ধরা পড়ে গেছেন, খেয়েছেন ঝাড়ুপেটাও। 

এমন হান্ড্রেড পার্সেন্ট দেশি মানি হাইস্ট সম্পর্কে ফেসবুকে জানান কৌশিক জামান। এরপরই আমরা যোগাযোগ করি ওই যুবকের সাথে। ধরা পড়া বিষয়ে তিনি বলেন, 'পার্স থেকে টাকা চুরি করেই ফেলছিলাম। কিন্তু ইন্সফেক্টর রাকেল মুরিলোর অবতার হয়ে যে বাসায় আমার একটা ছোটবোনও আছে এটা ভুলে গেছিলাম। ফলাফল তো দেখতেই পাচ্ছেন।' এই বলে তিনি হাতের মধ্যে অসংখ্য ঝাড়ুর শলাকার শিল্পকর্ম দেখান।

এ বিষয়ে প্রফেসর সের্গিও মার্কিনার সাথে যোগাযোগ করলে তিনি ফ্যানের ব্যর্থতা নিয়ে কিছুটা হতাশ হলেও এমন উদ্যোগের বেশ প্রশংসা করেন। বাংলাদেশের বেকার যুবকদের জন্য মায়ের পার্স থেকে টাকা চুরির বিষয়ে একটা নিঁখুত প্ল্যান করবেন বলেও জানান তিনি।

এই যুবকের ব্যর্থতার খবর চারপাশে ছড়িয়ে পড়ার পর 'টাকা চুরির অসম্পূর্ণ গল্প' নামে একটা নাটক বানানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ক্লোজ আপ।

৯১৬ পঠিত ... ১০:২৬, এপ্রিল ০৬, ২০২০

Top