করোনা প্রসঙ্গে রিজভীর সাথে সহমত প্রকাশ করলেন ওবায়দুল কাদের

১৭২০ পঠিত ... ২১:৩৮, মার্চ ২২, ২০২০

করোনা ভাইরাসের এই ডামোডালে পৃথিবীর তাবত শক্তি এক হয়ে কাজ করছে। যে যার অবস্থান থেকে শত্রুতা ভুলে মোকাবেলা করার চেষ্টা করছে এই মহামারি। পিছিয়ে নেই বাংলাদেশও। আমাদের দেশের জনগণও এক হয়ে আক্ষরিক অর্থেই একদম কাধে কাধ মিলিয়ে করোনা রোগী দেখতে গিয়ে করোনা ভাইরাসকে ঠেকিয়ে দিচ্ছে!  

তবে এই করোনা প্রসঙ্গে নজিরবিহীন এক 'সেতু'বন্ধনের খবর পাওয়া গেছে বাংলাদেশেই। বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল, কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করে এক হয়ে গেছে। 

গতকাল (২১ মার্চ) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চৌধুরীর ‘আমরা করোনার চেয়েও শক্তিশালী’ বক্তব্যের সাথে সহমত পোষণ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামীলীগ করোনার চেয়েও ভয়াবহ’।

মতামত দেয়ার ক্ষেত্রে সবসময় পৃথিবীর উত্তর ও দক্ষিন গোলার্ধের মতো আলাদা থাকা এই দুইজন স্বেচ্ছায় একই পাঁকে বাধা পড়ায় করোনা মোকাবেলায় বেশ আশার আলো দেখছেন বিশ্ববাসী। 

কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্প দুজনেরই সম্মিলিত ফেক আইডি ডোনাল্ড কিম থেকে এই চারজন নেতার একটি ছবি আপলোড করে রিজভী ও কাদেরের বেশ প্রশংসা করা হয়। রিজভী-কাদেররের এমন সিদ্ধান্ত বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কিম ও ট্রাম্পের ঐতিহাসিক মিটিংয়ের মতোই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে তারা। শান্তি প্রতিষ্ঠায় এমন সিদ্ধান্ত পৃথিবীতে বিরল বলেও মন্তব্য করা হয়। 

একই ছবি টুইটর একাউন্ট থেকেও পোস্ট করা হয়। কিম ডোনাল্ড আইডি থেকে এই ছবি আপলোড করে নোবেল কমিটিকে মেনশন করে ডোনাল্ড বলেন, ‘আমি তো অনেক কিছুতেই নোবেল পাই! আমারে দেন না আপনারা।  আমার এই দুই বাঙালি ভাইকে এবার শান্তিতে একটা নোবেল দিয়েন। ভাগ কইরাই নিবোনে। ভাইরা যেইটা করছে, এইটা হিলারির লগে আমিও করতে পারি নাই আজো!’

এদিকে ভ্লাদিমির পুতিনের একটি ফেক টুইটার একাউন্ট থেকে কিম ডোনাল্ডের টুইট রি-টুইট করে পুতিন লেখেন, ‘ওরা আমার প্রিয় চার রেডিও জকি! তাদের বকবকানি আমার বেশ ভালো লাগে! তবে তাদের বিষয়ে আমার পরামর্শ হবে, কিছু কাজ করেও দেখান।’ 

 

১৭২০ পঠিত ... ২১:৩৮, মার্চ ২২, ২০২০

Top