হ্যান্ড স্যানিটাইজার ছাড়া ঘুষের টাকা নিতে চাচ্ছেন না সরকারি কর্মকর্তারা

১৬৯৪ পঠিত ... ০৪:৫১, মার্চ ২২, ২০২০

সরকারি বেশিরভাগ কাজের ক্ষেত্রেই সকল ধরনের প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি অতি গুরুত্বপূর্ণ হিসেবে প্রয়োজন পড়ে থাকে টাকার অথবা চেকের। তবে চলমান নোভেল করোনা ভাইরাস মহামারির সময়ে টাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হ্যান্ড স্যানিটাইজারও। এক অবিশ্বস্ত সূত্রে জানা গেছে, হ্যান্ড স্যানিটাইজার ছাড়া কোন ধরণের ঘুষের টাকা নিচ্ছেন না সরকারি কর্মকর্তা থেকে শুরু করে পিয়ন, পুলিশ, ট্রাফিক সার্জেন্টরা। 

এ বিষয়ে জানতে আমরা ‘ফাইল কোয়ারেন্টাইনে’ থাকা এক সরকারি কর্মকর্তার কাছে যাই। চারপাশে ফাইল দিয়ে ঘেরা এক ঘর থেকে উঁকি দিয়ে তিনি আমাদের বলেন, ‘দেখুন, ঘুষের টাকা নেয়ার ক্ষেত্রে এতদিন কেবল ক্যামেরা, সাংবাদিক আর দুদকের মতো ছোটখাটো কিছু ঝুঁকি আমাদের ছিলো! ধরা খেলে চাকরি যেতো না। বদলি হইতাম, বড়জোর সাময়িক বরখাস্ত। কিন্তু এখন তো পুরা জানের উপর ঝুঁকি! জনগনের কাজের জন্য জীবন দিবো নাকি!’

চারপাশের ফাইলের দেয়াল দেখিয়ে তিনি আমাদের বলেন, ‘এজন্যই ঘুষের টাকার সাথে হ্যান্ড স্যানিটাইজার না দিতে চাওয়া সবার ফাইল দিয়ে ফাইল কোয়ারেন্টাইন বানিয়ে নিয়েছি।’ 

টেবিলের নিচে ‘ঘুষের সাথে হ্যান্ড স্যানিটাইজার, করোনা হবে ছারখার’ স্লোগানের ব্যানার লাগানো এক কর্মকর্তা বলেন, ‘হ্যান্ড স্যানিটাইজার শুধু আমাদের জন্য নিচ্ছি তা কিন্তু না। কথায়ই তো আছে, অর্থই সকল ভাইরাসের মূল। ঘুষের টাকা নিয়ে ভাইরাস আমার হাতে লেগে গেলে সেই ভাইরাস তো গ্রাহকের ফাইলেও লেগে যাবে। সেজন্য আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে গ্রাহকের ফাইলকে জীবাণুমুক্ত রাখতে চাই। আমাদের হাতের কোন ভাইরাস যেন গ্রাহকের ফাইলে না লাগে। কাস্টমার সেফটি ও স্যাটিসফেকশনের জন্য এতটুকুই তো চাচ্ছি!’

‘একটি ঘুষ, একটি হ্যান্ড স্যানিটাইজার’ প্রকল্পের আওতায় ট্রাফিক পুলিশরা কিছুটা ছাড় দিয়েছেন বলে সরেজমিনে গিয়ে জানা যায়। এক ট্রাফিক পুলিশ আমাদের জানান, আমরা পুরো একটা স্যানিটাইজার নিচ্ছি না। আমাদের যেহেতু হ্যান্ডশেকের কাজ, সেহেতু আমরা হ্যান্ডশেকের মাধ্যমেই টাকার পাশাপাশি কয়েকফোঁটা স্যানিটাইজার নিয়ে নিচ্ছি।’

এদিকে বাজারে আসল হ্যান্ড স্যানিটাইজার না পেয়ে সাধারণ মানুষদের অনেকেই নিজের ফাইল ছাড়িয়ে আনতে ঘুষের সাথে সরকারিভাবে অনুমোদন দেয়া এক নকল কোম্পানির হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।  

১৬৯৪ পঠিত ... ০৪:৫১, মার্চ ২২, ২০২০

Top