তারুণ্যের শক্তি বাড়াতে 'অনূর্ধ্ব-১৯ লীগ' খুলতে চায় যুবলীগ

৬০৬ পঠিত ... ১৮:৫১, ফেব্রুয়ারি ১০, ২০২০

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রম স্টেডিয়ামে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে যুব ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ যুবদল। যেকোনো ধরনের খেলায়ই বাংলাদেশের এটি প্রথম বিশ্বকাপ জয়। স্বাভাবিকভাবেই সারাদেশ ভাসছে আনন্দের জোয়ারে। চায়ের দোকান, সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় চলছে বাংলাদেশ যুব ক্রিকেট দলের প্রশংসা। বাংলাদেশসহ পুরো বিশ্ব মুগ্ধতা ছড়াচ্ছে উনিশের উপর। যুব দলের সাফল্য ও ম্যাচিউর ক্রিকেট খেলা দেখে জাতীয় দলের ক্রিকেটারদের শিক্ষা নিতেও বলেছেন অনেকে।

এদিকে অনূর্ধ্ব-১৯ দলের এমন সাফল্যে দেশের সবাই নেমে আসতে চাচ্ছে উনিশে। কেউ কেউ অনুপ্রেরণার জন্য খুলতে চাচ্ছে নিজেদের অনূর্ধ্ব-১৯ দল। ব্যতিক্রম নয় যুবলীগও। নিজেদের অতীতের ইম্যাচিউরিটি থেকে মুক্তি পেতে ও নতুনদের কাছ থেকে শিখে তা প্রয়োগ করার জন্য তারাও খুলতে চায় অনূর্ধ্ব উনিশ লীগ।

এই বিষয়ে জানতে চাইলে বয়স চল্লিশের কম হওয়ায় যুবলীগের কোন কমিটিতেই পদ না পাওয়া এক অযুবলীগ নেতা আমাদের বলেন, 'অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আমাদের চোখ খুলে দিয়েছে। সময় এখন ওদের। তাছাড়া অনূর্ধ্ব-১৯ লীগ খুললে বয়স নিয়ে আমাদের বদনামটাও ঘুচে যাবে। আফগানিস্তানের রশিদ খানের উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, অনূর্ধ্ব-১৯ লীগ খুললে বয়সকে ফ্রিজও করে ফেলা যাবে!' এই সময় এই অযুবলীগ চোখ টিপে দিয়ে আমাদের আরো বলেন, 'অনূর্ধ্ব-১৯ লীগ খুললে সেখানে উপদেষ্টা হিসেবে হইলেও আমরা কিছু অযুবলীগ থাকতে পারবো!'

এদিকে যুবলীগের পদ পেলে জীবনের বাকি সব পদ ছেড়ে দিতে চাওয়ার পরও যুবলীগের পদ না পাওয়া অন্য এক নেতার কাছে এই বিষয়ে জানতে চাওয়ার আগেই তিনি অনূর্ধ্ব-উনিশ লীগের গুরুত্ব তুলে ধরতে আমাদেরকে একটা কবিতা শোনান। চোখ বন্ধ করেই তিনি আবৃত্তি করতে থাকেন, 'ওরে যুবা, ওরে আমার কাচা। হাল ধইরা আমাগোরে তোরা বাঁচা।' অনেক চেষ্টার পরও ওই নেতার চোখ খুলতে না পেরে আমরা সেখান থেকে চলে যাই যুবলীগের বর্তমান এক নেতার কাছে।

অনূর্ধ্ব-১৯ লীগে সরাসরি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল থেকেই নেতাকর্মি বাছাই করার কথা জানান এই নেতা। তিনি বলেন, 'ওই ছেলেগুলা ভালো। নিখুঁত নিশানায় বল ছুড়তে পারে, তীব্রগতির বল আটকিয়েও দিতে পারে। আন্দোলনে কাজে লাগবে।'

তবে একটি গোপন সূত্রে আমরা জানতে পারি, মূলত ১৯ বছর ধরে যারা যুবলীগের রাজনীতি করছেন, তাদেরকে নিয়েই খোলা হতে পারে এই অনূর্ধ্ব-১৯ লীগ।

ওদিকে যুবলীগের অনূর্ধ্ব-১৯ লীগ খোলার খবর জানিয়ে বিএনপির কাছে তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তারা আমাদের উপর বেশ ক্ষেপে যান। ক্ষেপে গিয়ে বলেন, 'পাগল নাকি! আমাদের আর কষ্ট কইরা অনূর্ধ্ব-১৯ যুবদল খুলতে হবে ক্যান! এক্সিস্টিং অনূর্ধ্ব-১৯ টিমের নামই তো যুবদল! নাম দেখেই তো বোঝা যায় ওইটা আমাদের টিম। দেখছেন তো, যুবদলের আন্দোলন শুরু হয়ে গেছে। আরও আন্দোলন সামনে...'

৬০৬ পঠিত ... ১৮:৫১, ফেব্রুয়ারি ১০, ২০২০

Top