রেস্টুরেন্টে চপস্টিক দিয়ে খাওয়ায় হয়রানির শিকার হলেন যুবক

১১৮৯ পঠিত ... ২১:৫০, ফেব্রুয়ারি ০৩, ২০২০

ঢাকার একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক যুবক। রাজধানীর মিরপুরের এই রেস্টুরেন্টে সরেজমিনে গিয়ে জানা যায়, খাগড়াছড়ি থেকে ঢাকায় আসা এই যুবক সন্ধ্যার দিকে ঢাকার এই ব্যস্ত রেস্টুরেন্টে খেতে যান। অর্ডার দেয়ার পর স্পুনসহ খাবার আসলেও স্পুন এক পাশে রেখে নিজের পকেট থেকে চপস্টিক বের করে খাওয়া শুরু করেন তিনি।

কিছুক্ষণ খাওয়ার পরই খাওয়ায় ব্যস্ত থাকা বাকিসব কাস্টমার খাওয়া বন্ধ করে এই যুবকের দিকে আতঙ্কভরা চাহনি নিয়ে তাকিয়ে থাকে। এক পর্যায়ে কিছু লোক রেস্টুরেন্ট থেকে পালিয়ে যায়। বাকিরা এসে নাকে হাত দিয়ে, কেউ কেউ রুমাল মুড়িয়ে এই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে। এর মধ্যে অতি সচেতন এক লোক নিজের পকেট থেকে রুমাল বের করে নিজের নাকে না ধরে ‘ধরোনা’ বলে চিৎকার করতে করতে চপস্টিক দিয়ে খেতে থাকা যুবকের নাক-মুখ চেপে ধরে।

নাকে হাত দিয়ে রাখা এক লোক eআরকিকে জানায়, 'এই ছেলে চীন থেকে ছাড়া পাইলো ক্যামনে কন দেখি! আর একটু হলেই তো আমরা সবাই গেছিলাম।'
দেশ ও দশের স্বার্থে এই যুবকের কাছে আসল ঘটনা জানতে চাইলে তিনি জানান, 'আমি আসলে বাংলাদেশেরই লোক। চপস্টিক দিয়ে চীন-জাপানের মানুষ বেশি খাওয়া দাওয়া করলেও ইদানিং বাংলাদেশেও কেউ কেউ চপস্টিক দিয়ে খায়। আমারও চপস্টিক দিয়ে খেতে ভালো লাগে। সেজন্য সবসময় পকেটে এক জোড়া চপস্টিক রাখি। আর এই মানুষগুলো না বুঝে আমাকে হয়রানি করেছে।'

এমন অযথা হয়রানির জন্য মানহানির মামলা করার কথাও জানান এই যুবক। তবে মানহানির মামলা কি তিনি মানুষগুলো বিরুদ্ধে করবেন নাকি করোনা ভাইরাসের বিরুদ্ধে সে বিষয়ে কিছু জানাননি।

১১৮৯ পঠিত ... ২১:৫০, ফেব্রুয়ারি ০৩, ২০২০

Top