মেয়র নির্বাচিত না হলে কি সারা শহর পোস্টারে ভরিয়ে ফেলবেন আতিকুল?

৬৫৮ পঠিত ... ২০:৩৯, জানুয়ারি ২৩, ২০২০

গত ২২ জানুয়ারি (বুধবার) নিজ নির্বাচনী প্রচারণায় উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন যে, তিনি মেয়র নির্বাচিত হলে শহরে যত্রতত্র পোস্টার লাগাতে দিবেন না। মোহাম্মদপুরে ৩৪ নং ওয়ার্ডে প্রচারণা চালাবার সময় তিনি এমন অঙ্গীকার করেন। খবর: জাগো নিউজ। 

বাংলাদেশে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। রাজনীতিতে আসার আগে থেকেই পোস্টারের মাধ্যমে ঈদ-পূজা-পার্বণের শুভেচ্ছা জানিয়ে রাজনীতির মাঠে আসার আভাস দেন প্রভাবশালী ব্যক্তিরা। তাই আতিকুল ইসলামের প্রতিশ্রুতি শুনে বিশেষ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উত্তর ঢাকার রাজনীতি সংশ্লিষ্ট মানুষের মাঝে। বিশেষ চিন্তায় আছেন আতিকুলের রাজনৈতিক প্রতিপক্ষেরা। এমনই এক ভিন্নদলের কর্মী eআরকিকে বলেন, ‘পোস্টার লাগাইতে দিবে না, সেইটা বলছে। কিন্তু কার পোস্টার লাগাইতে দিবে না, সেইটা তো বলে নাই। যদি শুধুমাত্র আমাদের পোস্টারের উপরই নিষেধাজ্ঞা নেমে আসে, তখন কী হবে?’ 

কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আতিকুল মেয়র না হলে তখন কী হবে? এমনই এক সংশয়ী ব্যক্তি সংশয় প্রকাশ করে বলেন, ‘তখন কি আতিকুল ইসলাম শহরের দেয়াল পোস্টারে পোস্টারে ভরিয়ে তুলবেন? তিনি কি নগরবাসীকে একটি উপযুক্ত শিক্ষা দিয়ে দিবেন?’

আবার কারো কারো ধারণা আতিকুল নিজেকে বুঝ দিতেই এমনটা প্রতিশ্রুতি করেছেন। জনৈক মিরপুরবাসী জানান, 'যেদিকে তাকাই, সেদিকে দেখি আতিকুল সাহেবেরই পোস্টার। যত্রতত্র পোস্টার তো তিনি নিজেই লাগাইছেন, মেয়র হইলে এমনটা আর করবেন না... এইটা কি উনি আমাদের কইলেন নাকি নিজেরে কইলেন?'

চিন্তায় আছে দক্ষিণ ঢাকার দেয়ালগুলোও। কলাবাগানের উন্মুক্ত এক দেয়াল eআরকিকে জানিয়েছে তার দুশ্চিন্তার কথা, ‘এখন যদি উত্তর ঢাকার সব পোস্টার আমাদের উপর লাগাতে থাকে, তাহলে তো বিপদে পড়ে যাব আমরা। এত পোস্টারের ভার কি আমরা সইতে পারব?’ 

৬৫৮ পঠিত ... ২০:৩৯, জানুয়ারি ২৩, ২০২০

Top