তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিতে দিনে দশটা করে ম্যাচ খেলছেন পাবজি প্লেয়াররা

৩৫১৭ পঠিত ... ১৯:২৪, জানুয়ারি ০৫, ২০২০

আমেরিকার সাথে ইরানের বর্তমান সামরিক পরিস্থিতি সিরিয়াস আকার ধারণ করছে ক্রমে ক্রমে। শোনা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আগমনী বার্তা। আর এই হলেও হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছেন বাংলাদেশের পাবজি প্লেয়াররা, সম্প্রতি এমনটাই জানা গেছে। যেকোনো মুহুর্তে যুদ্ধ ঝাপিয়ে পড়ার সর্বশেষ ও সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখছেন তারা। প্রতিদিন খেলছেন সর্বোচ্চ বিশটা থেকে সর্বনিম্ন দশটি ম্যাচ। কেউ কেউ ডাটা প্যাক কিনে রাখছেন ইমার্জেন্সি হিসাবে। বেশি করে লাইক কিট, ব্যান্ডেজ, হেলথ ড্রিংক, লেন্স আর অস্ত্র কালেক্ট করে রাখছেন কিছু কিছু পাবজি প্লেয়ার।

এ বিষয়ে বাংলাদেশ পাবজি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পাবজি খেলতে খেলতেই eআরকিকে জানান, 'দেশের সবাই যখন শুধুমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা, সমালোচনা আর তর্কে মেতে আছে, তখন আমরাই একমাত্র গ্রুপ যারা সত্যিকারের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি।' সারাদেশে প্রতিদিন সব সেনাকে যত বেশি সম্ভব ম্যাচ খেলার মাধ্যমে যুদ্ধের প্র্যাকটিস করে নেয়ার ঘোষণাও দেয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

উক্ত এসোসিয়েশনের সভাপতি হুংকার দিয়ে বলেন, 'তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পাবজি সেনারা চুপ করে থাকবে না। তারা সব দেশকেই কঠোরভাবে জবাব দিতে প্রস্তত।'

কিন্তু আপনারা কোন দেশের পক্ষে আর কোন দেশের বিপক্ষে লড়বেন, এমন প্রশ্ন করা হলে তিনি মুচকি হেসে জবাব দেন, 'প্লেন আমাদেরকে যেখানে নামিয়ে দিবে সেখানেই আমরা লড়ব। তবে আমরা পোচিংকি, গাটকা, ইয়াসনায়া পোলাইনা, আর রোঝোক টাইপ কোনো জায়গায় হামলা হলে সমুচিত জবাব দেব, সেটা যে দেশই করুক না কেন।'

এ ব্যাপারে একটা সার্ভে করা হলে সারা দেশের পাবজি প্লেয়াররা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাদেরকে একের পর এক বিরতিহীন ম্যাচ খেলে যেতে দেখা যায়। তাদের সাথে কথা বলতে গেলে তারা ব্যস্ত আছি, পরে আসেন বলে আবার অস্ত্র চালনায় মত্ত হয়ে পড়ে।

শেষমেশ জনৈক পাবজি সেনার খেলা শেষ হলে আমরা তার কাছে তৃতীয় বিশ্বযুদ্ধ জিতে আপনারা কী চান জিজ্ঞেস করলে তিনি মুচকি হেসে বলেন, 'আমেরিকান আর ইরানি মুরগি দিয়ে বানানো চিকেন ডিনার ছাড়া আর কি!'

৩৫১৭ পঠিত ... ১৯:২৪, জানুয়ারি ০৫, ২০২০

Top