এবার সত্যি সত্যি 'সাইড' হয়ে গেলেন সাঈদ খোকন

৩৭৪৩ পঠিত ... ১৮:৩৭, ডিসেম্বর ২৯, ২০১৯

ঘনিয়ে এসেছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। বড় দুই দল ইতোমধ্যে চূড়ান্তভাবে উত্তর-দক্ষিন দুই মেরুতেই নিজেদের প্রার্থীও ঘোষণা করে ফেলেছেন। প্রার্থীর নাম ঘোষণা করার সাথেই নির্বাচনী উৎসব শুরু হলেও আছে একটি দুঃখের খবর।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান (মানে বিদায়ী!) মেয়র সাঈদ খোকনকে সাইড করে ফজলে নূর তাপসকে উইং ছেড়ে দেয়াটাই জন্ম দিয়েছে এই বিশাল শোকের। দিনের পর দিন ঢাকাবাসী নানান ইশারা-ইঙ্গিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মেয়রকে সাইডে যেতে বললেও তিনি কখনোই সাইডে যেতে রাজি হননি। শেষমেশ মনোনয়নের গ্যাঁড়াকলে সাইড হতেই হলো মশাদের এই প্রিয় মেয়রকে।

মাঠ ছেড়ে সাইড বেঞ্চে বসে বসে দুঃখ ভারাক্রান্ত মনে খেলা উপভোগ করা পোজে প্রোফাইল পিকচারের ছবিওয়ালা জনাব সাঈদ খোকনের একটি ফেক আইডিকে মেসেজ দিয়ে সাইডে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, 'মাঠে তো অনেক ছিলাম। ঢাকাবাসী আমার পরিশ্রম আর ডেডিকেশন দেখে অনেকবারই আমাকে বিশ্রাম নিতে বলেছে। কিন্তু আমি নেইনি! জনগণের দাবিকে সম্মান দেখিয়ে এবার সাইডে চলেই গেলাম। তবে সাইডে গিয়ে একা হয়ে যাওয়ার এই কঠিন সময়ে জনগণ আমার পাশে থাকলে ভালো লাগবে। ৫ বছর পর আবারো মাঠে ফিরে ঢাকাবাসীর জন্য পায়ে বল নিতে চাই!'

এই পর্যায়ে তার গালের সাইডে একটি মশা বসলে তিনি সেটাকে মারতে উদ্যত হন। আমরা হেল্প করতে চাইলে তিনি সঙ্গত কারণেই আমাদের সাহায্য নিতে অস্বীকৃতি জানান।

এদিকে সাঈদ খোকনের সাইডে চলে যাওয়ার খবরে অভিভাবকহীন হয়ে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের মশককূল। চ্যাট করার সময়েই এক ঢাউস সাইজের এডিস আমাদের কানের কাছে গুনগুনিয়ে বলে, 'স্যার আমাদের জন্য আস্ত একটা বটগাছ আছিলো। মনে হচ্ছে মাথার উপর থেকে বটগাছের ছায়া সরে গেলো। নতুন কে না আসে, কী না কী করে! পরিবার পরিজন নিয়ে বেশ আতঙ্কে আছি!'

৩৭৪৩ পঠিত ... ১৮:৩৭, ডিসেম্বর ২৯, ২০১৯

Top