বিএনপি কর্মীদেরকে আলাদা ইউনিফর্ম ও আইডি কার্ড দেয়ার অনুরোধ জানালো পুলিশ

১৯২৯ পঠিত ... ২০:০৬, ডিসেম্বর ১৩, ২০১৯

বিএনপির কর্মী ভেবে জেলা বিশেষ শাখা (ডিএসবি) কন্সটেবল আবুল বাশারকে পিটিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মৌলভীবাজার পৌর শহরের চৌহমুনায় এই ঘটনাটি ঘটে।

এমন লজ্জাজনক ঘটনার পর ভবিষ্যতে এমন ভুল এড়াতে বিএনপি কর্মীদের জন্য আলাদা ইউনিফর্ম রাখার অনুরোধ করেন পুলিশ। আবেগপ্রবণ হয়ে ওসি আলমগীর হোসেনের এক ক্লোজ ছোটভাই জানান, 'আর কোনো অবিএনপি ভাইকে যেন এভাবে ভুল বোঝাবুঝির স্বীকার হয়ে মার না খেতে হয়। বিএনপিকর্মী তো কারো গায়ে লেখা থাকে না রে ভাই। তবে অবশ্যই লেখা থাকা উচিত। আমি মনে করি, বিএনপির সবাইকে আলাদা ইউনিফর্ম দিলে এইরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশেই কমে আসবে।

'মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে চেনার জন্য যদি কোন সিস্টেমই না তাহলে কে প্রতিকুলে আর কে অনুকুলে এইটা ক্যামনে চিনবে পুলিশ? কাকে পাস দিবে, কাকে ফাউল করবে আর কাকেই বা করবে এক্সট্রিম ফাউল?' এমন প্রশ্ন তোলেন হকিস্টিক ও মুষ্টিযুদ্ধ খেলায় বিশেষ পারদর্শী খেলাপ্রিয় এক পুলিশ সদস্য।

অন্য একজন বলেন, আইডি কার্ডও থাকার দরকার আছে। দরকার হইলে আইডি কার্ডে পদ পদবিও উল্লেখ করে দেয়া উচিত। তাহলে নেতার পর্যায় ও গুরুত্ব বিবেচনায় কতটুকু মারবো তাও ঠিক করা যাবে। হুদাই পাতি-পুতি নেতা মাইরা শ্রম খরচ করার হাত থেকে বাচুম আমরা! এইসব গ্রোথ হ্যাকই তো আমাদের সফলতা বাড়াবে!'

পুলিশের আইটি সেক্টরের একজন কর্মকর্তা বিএনপিকর্মীদের ডিজিটাল আইডি কার্ড দেয়ারও প্রস্তাব রাখেন। এর মাধ্যমে আইডি কার্ডের বারকোড স্ক্যান করলেই আগের ক্রিমিনাল রেকর্ডস, কোন থানায় কী মামলা কয়বার এরেস্ট এসব তথ্যও বেরিয়ে আসবে। ফলে মাইরের পর যদি মনে হয় আটকায় রাখা দরকার, সেই সুবিধাটাও পাওয়া যায়।

হাতে হকিস্টিক নিয়ে মারমুখী ভঙ্গিতে থাকা এক পুলিশ সদস্যা জানান, 'ইউনিফর্ম দেয়ার ব্যাপারে ইউনিফর্মের পুরুত্বের দিকে খেয়াল রাখা উচিত। কোনভাবেই মোটা কাপড়ের ইউনিফর্ম যেন না দেয়া হয়! পাতলা জার্সি দিলে ভালো! আরো ভালো ভলিবল খেলোয়াড়গো জার্সি দিলে। জার্সি পাতলা হইলে মাইরা আরাম পাওন যাইবো!'

তবে সাদা পোশাক পরা এক পুলিশ সদস্য জানায়, ইউনিফর্মের কালার যেন কোনভাবেই সাদা না হয়! সাদা কালার দিলে একই ঘটনারই পুনরাবৃত্তি ঘটবে। সাদা তো দূরে থাক, সাদার আশেপাশের কোন কালারও যেন সিলেক্ট না করা হয়!'

১৯২৯ পঠিত ... ২০:০৬, ডিসেম্বর ১৩, ২০১৯

Top