মিয়ানমারের দিকে তীব্র গতিতে ধেয়ে আসছেন ইমরুল কায়েস

৯১৪ পঠিত ... ১৮:৪৫, ডিসেম্বর ১১, ২০১৯

বিপিএল কে কেন্দ্র করে আস্তে আস্তে মিয়ানমারের দিকে ধেয়ে যাচ্ছেন ক্রিকেটীয় ত্রাস ইমরুল কায়েস। আজ সকালে ফেসবুকে cricket sarcasm পেজের মাধ্যমে এমন বার্তা প্রকাশ পাওয়ায় ভীতি সৃষ্টি হয়েছে ক্রিকেট বিশ্বে। ইমরুল কায়েস, যিনি বোলারদের কাছে কোনো ঘূর্ণিঝড় থেকে কম না। বলে বলে নয়, যিনি প্রতি ইনিংসে ইনিংসে ছয় করে রান করেন। কেউ তাকে বলেন ক্রিকেটারদের ক্রিকেটার, কেউ বা আপন করে ডাকেন 'ব্রো'!

কৃতজ্ঞতা: Cricket Sarcasm

সেই ইমরুল কায়েস এবার এগিয়ে যাচ্ছেন মিয়ানমারের দিকে। শুরু থেকে প্রতিটা বিপিএল লক্ষ্য করলে এমনটাই ধারণা পাওয়া যায়। প্রথম বিপিএলে তিনি খেলেছিলেন রংপুরের হয়ে, তারপর সিলেট, তারপর কুমিল্লা আর এবার তার দল চট্টগ্রাম। ছবিতে দেয়া বাংলাদেশের ম্যাপের দিকে দৃষ্টি দিলেই বোঝা যায়, উত্তরবঙ্গের রংপুরে যে ইমরুল কায়েসের উৎপত্তি, তিনি কিভাবে দেশের মাঝ বরাবর দিয়ে এগিয়ে যাচ্ছেন দক্ষিণ বাংলার চট্টগ্রামের দিকে। তাই আবহাওয়াবিদরা ধারণা করছেন, পরের বিপিএলে তার মিয়ানমারের ওপর বর্ষিত হওয়ার প্রবল আশংকা দেখা রয়েছে।

একজন ক্রিকেট বিশেষজ্ঞ জানান, 'ক্রমে ক্রমেই কমে যাচ্ছে ইমরুল কায়েসের ক্ষমতা। মিয়ানমার যেতে যেতে সে দুর্বল হয়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। তবে থাইল্যান্ড আর ইন্দোনেশিয়ার উপকূলে হালকা মাত্রার ক্যাচ মিস ও ভারি ডট বল দেখা দিতে পারে। এ বিষয়ে সবাইকে সাবধান থাকতে বলা হচ্ছে।'

ইমরুল কায়েসের কারণে আগামী বিপিএল শুরু হওয়ার আগ পর্যন্ত মিয়ানমারবাসীকে শূণ্য নাম্বার বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ইমরুল কায়েসের ধেয়ে যাওয়া দেখে খুশি মিয়ানমারবাসী। রোহিঙ্গাদের বদলে কায়েস পেলে তারা আনন্দিত হবে বলে জানিয়েছে। মং বান রুচি নামে এক বার্মিজ ক্রিকেটভক্ত আমাদের জানান, 'মিয়ানমার তো বিপিএলে খেলে না। তবে কি সামনের বিপিএলে ঘরে বসে থাকবে ইমরুল কায়েস?'

এদিকে আরেক ব্যক্তি শুধুমাত্র ইমরুল কায়েসকে খেলানোর জন্য হলেও দুই হাজার একুশ সালে মিয়ানমারে বিপিএলে টিম দেয়ার জন্য দাবি পেশ করেন। এ সময় তার গায়ে বার্মিজ ভাষায় 'আমরা ইমরুল কায়েসের পাগলা ফ্যান' লেখা টিশার্ট দেখতে পাওয়া যায়।

৯১৪ পঠিত ... ১৮:৪৫, ডিসেম্বর ১১, ২০১৯

Top