পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হতে পারে মধ্যরাতের 'মিডনাইট কোর্স'

৫৩৫ পঠিত ... ২২:০৫, ডিসেম্বর ১০, ২০১৯

গত ৯ ডিসেম্বর ছিল প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রতিবারের মতোই দিয়েছেন মূল্যবান বক্তব্য। বক্তব্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান সান্ধ্য কোর্সের সমালোচনা করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, 'অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এখন দিনে সরকারি আর রাতে বেসরকারি চরিত্র ধারণ করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো সন্ধ্যায় মেলায় পরিণত হয়। এটি কোনোভাবেই কাম্য নয়।'

একেবারেই অনির্ভরযোগ্য এক প্রতিবেদক জানিয়েছেন, রাষ্ট্রপতির ভাষণের পর গভীর রাতে জরুরি মিটিংয়ে বসেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি টিম। ধারণা করা হচ্ছে, সমালোচিত ইভিনিং কোর্সকে আরও গ্রহণযোগ্য করতে এবার যুক্ত হতে পারে নতুন ধরনের কোনো কোর্স।

এ নিয়ে বিস্তারিত জানতে স্বনামধন্য এক পাবলিক ভার্সিটির প্রফেসরকে ফোন দেয়া হলে তিনি ইভিনিং কোর্সের ক্লাস নিচ্ছেন বলে পরে কথা বলবেন বলে জানান। ঘন্টা তিনেক পর রিং ব্যাক করে তিনি বলেন, 'সন্ধ্যাবেলা ক্লাস হওয়ার আসলে কোনো মানে নেই। ইভিনিং কোর্স ব্যাপারটা একেবারেই ওয়ার্ক করছে না। আমরা তাই নতুন কিছু ভাবছি। তবে মনে হচ্ছে, মিডনাইট কোর্স টাইপ কিছু আসতে পারে।'

মিডনাইট কোর্স? মানে কি মধ্যরাতে ক্লাস হবে? আমরা আরেকটু খোলাসা করে জানতে চাইলে তিনি বলেন, 'এইযে, তোমরা যদি এখন ফোনে কথা না বলতা, তাহলে কী করতা?' আমরা একটু আমতা আমতা করলে প্রফেসর গড়গড় করে বলে যান, 'হ্যাঁ, অবশ্যই এখন ঘুমাতে যাইতা। কিন্তু ঘুমাইতা না। শুয়ে শুয়ে ফেসবুকিং করতা। ইউটিউবে ফালতু কিছু ভিডিও দেখতা। এভাবে তো দেশের একটা জেনারেশন চলতে পারে না বাবারা। তোমরা হলে দেশের বাতি। তোমাদেরকে চার্জ দিয়ে ফুল ব্রাইটনেসে আলো দেওয়ার দায়িত্ব আমাদের। বলতে পারো একটা নৈতিক দায়িত্ববোধ থেকেই আমরা এই মিডনাইট কোর্স চালু করতে যাচ্ছি।'

একই রকম মতামত দিলেন আরও এক স্বনামধন্য প্রফেসর, 'দেখেন, দেশের জ্যামের অবস্থা তো জানেন। একবার জ্যাম লেগে গেলে আর ছাড়ে না। ধরেন মিরপুরের কেউ ঢাকা ভার্সিটিতে পড়তে চায়। জ্ঞানের সাগরে ডুব দিয়ে খুঁজে আনতে চায় মনি মুক্তা। তার জন্য কি ইভিনিং কোর্সে ক্লাস করা পসিবল? তার জন্য সুবিধাজনক হলো মিডনাইট কোর্স। দেশকে শিক্ষার আলোয় আলোকিত করতে মিডনাইট কোর্সের কোন বিকল্প নাই।'

যেহেতু টিচার মানুষ, একটু বেশি খোলাসা করে বলবেন, সেটাই স্বাভাবিক। প্রফেসরও তাই আরও যোগ করলেন, 'এখন মিডনাইট কোর্সই সবচেয়ে বেশি জরুরি। স্টুডেন্টরা কখন পড়তে বসে পরীক্ষার আগে? ঐ মধ্যরাতেই তো? এর মানে মধ্যরাতেই পড়াশোনা ভালো হয়, ক্লাসও ওই টাইমেই করা উচিত। হাসপাতাল যেমন সেবামূলক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ও সেবামূলক প্রতিষ্ঠান। সুতরাং আমাদেরও তো ২৪ ঘন্টা সার্ভিস দেয়া উচিত।'

'কিন্তু এই যে ইভিনিং কোর্স নিয়ে এত সমালোচনা...' আমাদের প্রতিবেদক এমন কথার সুর তোলা মাত্র প্রফেসর স্যার যেন মোবাইলের উপরই দুটো বেত্রাঘাত করে বলেন, 'নানা জনে নানা কথা বলবে। ওদের হিংসে হয় আমরা কেন এত টাকা পাই। কেন, কর্মচারীরা ওভারটাইম করলে দ্বিগুণ বেতন পায় না? তখন তো কোন কথা হয় না।'

এই পর্যায়ে প্রফেসর স্যার অতি উৎসাহিত হয়ে 'ফোন যখন দিলাই তাইলে দ্রুত আসো, আজকের মিডনাইট ক্লাসটা করেই যাও' বলামাত্র আমরা ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে রেখে দিই।

৫৩৫ পঠিত ... ২২:০৫, ডিসেম্বর ১০, ২০১৯

Top