সুঁইয়ের পেছনে ফুটা দেখে লজ্জিত চালুনি, সুঁইয়ের পদত্যাগ দাবি

২৭৯৫ পঠিত ... ১২:৪৭, ডিসেম্বর ০৯, ২০১৯

ফোনালাপ ফাঁস হওয়ার পর ডাকসু ভিপি নুরুল হক নুরের পদত্যাগ দাবি করেছেন ডাকসুর জিএস গোলাম রাব্বানী। যিনি নিজেই কিনা দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং ছাত্রলীগ সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কৃত। প্রথম আলোয় 'নুরুলের দুর্নীতিতে লজ্জিত দুর্নীতির দায়ে পদ হারানো গোলাম রাব্বানী' শিরোনামে আলোচ্য সংবাদটি প্রকাশের পরপরই তাই শুরু হয়েছে তোলপাড়!

তবে সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি হয়েছে চালুনি সমাজে। প্রথম আলো সংবাদটা প্রকাশ করার সাথে সাথেই জনৈক চালুনি eআরকিকে ফোন দিয়ে তীব্র প্রতিবাদী কণ্ঠে তার পরিচিত এক সুঁইয়ের ব্যাপারে নিন্দা জ্ঞাপন করে সুঁইটির (সুঁইয়ের কথা বলা হচ্ছে, সুইটি নামের কোনো মেয়ে না) পদত্যাগ দাবি করেন। ফুটা ফুটা কন্ঠে তিনি হুংকার দিয়ে বলেন, 'সুঁই আমাদের লজ্জিত করেছে। লজ্জায় মনে হচ্ছে আরও কয়েকটা ছিদ্র বেড়ে গেলো! আমাদের দাবি না মানা হলে আমরাও ডাকসু জিএস গোলাম রব্বানীর দেখানো পথে আন্দোলনে যাবো।'

এই ঘটনার পরপরই প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন চালুনিদের সংগঠন 'জাতীয় চালুনি কমিটি'র নেতা চালুনিগণ৷ সেই মিছিল ও সমাবেশ থেকে আরো জোরদারভাবে সুঁইদের ব্যাপারে নিন্দা ও লজ্জা প্রকাশ করা হয়।

চালুনি কমিটির সভাপতি বলেন, 'সুঁইয়ের পেছনে কেন ছিদ্র থাকবে? কারো পেছনে ছিদ্র থাকলে তাকে দেখতে খুবই খারাপ লাগে। সুঁইদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করা সময়ের দাবি।'

r

এ সময় এক সাংবাদিক চালুনি কমিটির সভাপতিকে, 'আপনাদের পেছনে তো অনেক বেশি ছিদ্র। আপনারা সুঁইদের নিয়ে কথা বলেন কিভাবে?' প্রশ্নটি করলে চালুনি কমিটির সাধারণ সম্পাদক জবাব দেন, 'কী সমস্যা আপনার? শিবির নাকি? বিএনপি? বিরোধী দল? উন্নয়নের পথে বাঁধা? ষড়যন্ত্র? নীলনকশা?...'

এমন নানান এলোমেলো শব্দ বলার পরে তিনি আরও যোগ করেন, 'আমাদের যেটা আছে সেইটা ফুটা না, ফুটানি! সুঁইয়ের এত ফুটানি কিসের?'

বিক্ষোভ সমাবেশ শেষে চালুনিরা ডাকসু জিএস ও ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর কুশপুত্তলিকায় ফুলের মালা পরিয়ে দেন। এ সময় মুহুর্মুহু 'ডাকসু জিএস রাব্বানী ভাই, তোমার থেকে সাহস পাই' স্লোগান শোনা যায়। এ সময় আবেগপ্রবণ হয়ে কয়েকটি চালুনি সুরেলা গলায় গেয়ে ওঠে, 'গোলাম রাব্বানী... আমরা সবাই জানি... মানবতার ফেরিওয়ালা তুমি...'

২৭৯৫ পঠিত ... ১২:৪৭, ডিসেম্বর ০৯, ২০১৯

Top