জয়নাল আবেদীন পরিচয়ে বাংলাদেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

১৬৪৪ পঠিত ... ১৮:০৩, ডিসেম্বর ০৭, ২০১৯

বাংলাদেশ থেকে ডোনাল্ড ট্রাম্পের চোখ সরানোই যাচ্ছে না। কিছুদিন আগে তিনি যুবলীগের পদের জন্য আমেরিকান প্রেসিডেন্টের পদও ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশি প্রার্থীদের সাথে না টিকে (বয়স যথেষ্ট বেশি না হওয়ায়) ডোনাল্ড ট্রাম্প তার স্বপ্নের যুবলীগের পদে বসতে পারেননি। তবে এরপরও বাংলাদেশি রাজনীতির মাঠ ছাড়ছেন না আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে 'নির্বাচনে দাঁড়ানোর আগে দোয়া চাওয়া' তরিকায় তৈরি একটি পোস্টার দেখে এমনটাই সন্দেহ হয় eআরকির আমেরিকার প্রেসিডেন্ট গবেষক দলের।


প্রশ্ন হলো, এই ছবিতে সরাসরি নিজের ছবি ও নাম ব্যবহার না করে ট্রাম্প কেন অন্যের ছবি ব্যবহার করেছেন? এমন প্রশ্ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে টুইট করেন আমাদের প্রতিনিধি। কিন্তু যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে টুইট লেখায় ব্যস্ত থাকায় ট্রাম্প আমাদের টুইটের কোন রিপ্লাই দেননি। বাধ্য হয়ে আমরা বাংলাদেশি এক বুদ্ধিজীবী কাম নির্বাচন বিশেষজ্ঞের শরণাপন্ন হই। তিনি জানান, 'যুবলীগের পদের জন্য বাংলাদেশি প্রার্থীর সাথে হারার পরে হয়তো ট্রাম্প কৌশল পরিবর্তন করেছেন। বাংলাদেশি মানুষের পাওয়ারকে আসলে তিনি কাজে লাগাতে চান। এইটা একটা স্মার্ট মুভ।

তবে আমেরিকা ছেড়ে ট্রাম্প কেন বাংলাদেশেই নির্বাচন করতে চান, জানতে চাইলে তিনি জানান, 'বাংলাদেশেই নির্বাচন করতে চান কি না সেটাও স্পষ্ট করে বলা যাবে না। এমনও হতে পারে উনি আমেরিকান নির্বাচনের জন্যই বাংলাদেশে প্রচারণা চালাচ্ছেন। যদি কোনভাবে বাংলাদেশের আধ্যাত্মিক নির্বাচনী সফলতার ব্যাপারটাকে সামনের আমেরিকান নির্বাচনে কাজে লাগানো যায়। কিংবা এমনও হতে পারে বাংলাদেশের উন্নয়ন দেখে তিনি আসলে ‘মেক বাংলাদেশ গ্রেট’ এর ক্রেডিট নেয়ার জন্য হুট করে বাংলাদেশেই আসতে চাচ্ছেন। ব্যাপারটা ক্লিয়ার না আসলে! জানেন তো, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, ট্রাম্পনীতিতে তো আরও নেই!'

তিনি ট্রাম্পের রাজনৈতিক দূরদর্শিতার বেশ প্রশংসাও করেন, 'দেখুন, রাজনীতিতে আমরা জানি যে ফেস ভ্যালুই সব। কিন্তু ট্রাম্প সাহেবকে দেখেন, এখানেই তিনি ব্যতিক্রম। ফেস ভ্যালু দূরের কথা, তিনি নিজের ফেসই ব্যবহার করেননি!'

ব্যাপারটাকে আরও একটু ক্লিয়ার করার জন্য আমরা ট্রাম্পের বহিষ্কৃত হওয়া এক ব্যক্তিগত সহকারীর সাথে যোগাযোগ করি। তিনি আমাদের বলেন, 'খেয়াল কইরা দেখেন এই পোস্টারে শুধু দোয়া চাওয়া হইছে। আসলে আমেরিকায় তো নির্বাচনের আগে দোয়া চাওয়ার ব্যাপারটা ওভাবে নাই। সেজন্য সামনের আমেরিকান নির্বাচনে জেতার জন্য বাংলাদেশের দোয়ার ফিল্ডটাকে ট্রাম্প কাজে লাগাতে চান।'

১৬৪৪ পঠিত ... ১৮:০৩, ডিসেম্বর ০৭, ২০১৯

Top