টেসলার সোলার রুফের মডেল হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন আবুল হায়াত

১৩৭২ পঠিত ... ২২:১২, ডিসেম্বর ০৫, ২০১৯

ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা পরিবেশবান্ধব গাড়ি বানিয়ে আলোচনায় আছে বেশ কিছুদিন ধরেই। ইলেকট্রিক গাড়ির পর তারা সাধারণ ট্রাকের দামেই বাজারে এনেছে মালবাহী নতুন ইলেকট্রিক পিকআপ 'সাইবারট্রাক'। সম্প্রতি বাজারে সোলার রুফ এনে টেসলা আবারো চমকে দিয়েছে বিশ্ববাসীকে। এই সোলার রুফ জিনিসটাও টেসলার অন্যসব প্রোডাক্টের মতো ‘একের ভেতর দুই’ টাইপ একটা কম্বিনেশন। 'ঘরে বা ইন্ডাস্ট্রিতে লাগাইবেন টিন, কিন্তু হেই টিন আবার সূর্য থেকে পাওয়ার নিয়ে ঘরে বিদ্যুতও দিবে।' কিন্তু আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, টেসলার এই সোলার রুফ বাজারে পাওয়া যাবে সাধারণ টিনের দামেই।

তবে অনির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশের টিন ইন্ডাস্ট্রির অঘোষিত ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর আবুল হায়াতকে টেসলা তাদের সোলার রুফের মডেল হওয়ার প্রস্তাব দেয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আবুল হায়াত টেসলার এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেই জানা গেছে।

'এত বড় একটা কোম্পানির মডেল হওয়ার প্রস্তাব কেন ফিরিয়ে দিলেন আবুল হায়াত? আবুল নাকি?' অন্য সবার মতো এমন প্রশ্ন জাগে আমাদের প্রতিবেদকের মনেও। উত্তর পেতে ফেসবুকে আবুল হায়াতের অসংখ্য ফেক আইডির মধ্যে একটির সঙ্গে যোগাযোগ করা হয়। ফেক আবুল হায়াত জানান, 'জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। টেসলার এই টিনের দাম যেহেতু সাধারণ টিনের সমান, তাইলে মনে হয় এই টিনে কোন একটা ভেজাল আছে। জিনিসটাও মনে হয় খারাপ। একটা খারাপ জিনিসের মডেল হওয়ার ইচ্ছা আমার নাই। সেজন্যই ফিরিয়ে দিয়েছি। আমাদের এরাবিয়ান হর্স সুপার টিন টেসলার এই ছাতার টিন থেকে অনেক ভালো।'

টেসলার সোলার রুফ কেন খারাপ সেটা বোঝাতে আবুল হায়াত আরও বলেন, 'খেয়াল করে দেখবেন, এই টিনে কোন ঢেউ নাই। ঢেউ না থাকলে ওইটা আবার কিসের ঢেউটিন! তার উপর এই টিন আবার রঙিনও না। এই টিন ঘরে লাগাইয়া মানুষ জীবন থেকে রঙ টং হারাইয়া ফেলবে। অথচ সেই বিশ বছর আগে থেকে বাংলার ঘরে ঘরে রঙিন ঢেউটিন পৌঁছে দিচ্ছে এরাবিয়ান হর্স...'

কিছুক্ষণ এরাবিয়ান হর্স টিনের সুনাম করে তিনি আরও বলেন, 'ওরা দেখলাম এই টিনের গ্যারান্টি দিয়েছে ৩০ বছর। আমাদের দেশের আজীবন মেয়াদের টিনের সাথে এই টিন টিকবে না। তাছাড়া এরাবিয়ান হর্স টিন দেয় সমৃদ্ধির ছায়া, কিন্তু টেসলার ছাদ নাকি শুনলাম আরও সূর্যের আলোরে টেনে নিয়ে আসবে। টিনের কাজ হল ছায়া দেয়া, সেটা সূর্যের আলো টেনে আনলে কেমনে কি?'

টেসলার সোলার রুফের সবচেয়ে বাজে দিক বলতে গিয়ে আবুল হায়াত বলেন, 'এই টিনে কোন মার্কা নাই। মার্কা ছাড়া এই দেশে কিছু চলে!'

সবশেষে তিনি টেসলার টিন সম্পর্কে 'এই টিন আবুল ছাড়া কেউ কিনবে না' এমন মন্তব্য করে এরপর জিহবায় কামড় খান।

১৩৭২ পঠিত ... ২২:১২, ডিসেম্বর ০৫, ২০১৯

Top