ময়মনসিংহ শহরে অবশেষে আলো খুঁজে পেলেন তাহসান

১৬৭১ পঠিত ... ২০:০৭, ডিসেম্বর ০৫, ২০১৯

ময়মনসিংহ শহরের চরপাড়া মোড় হতে দিঘারকান্দা বাইপাস পর্যন্ত ১১০টি খুটির মাধ্যমে ২২০টি সড়ক বাতি স্থাপন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এতে ব্যয় হয়েছে ১ কোটি ২ লক্ষ টাকা। গড়ে প্রতিটি লাইটের দাম পড়েছে ৪৬ হাজার ৩৩৬ টাকা ৬৩ পয়সা করে। অর্থাৎ, ১১০ টি খুটি স্থাপনে লাইটসহ প্রতিটি খুটিতে খরচ পড়েছে ৯২ হাজার ৭২৭ টাকা ২৭ পয়সা। খবর: ময়মনসিংহ লাইভ ডটকম।

৩০০ টাকার এনার্জি লাইট এখন পাওয়া যায় ১০০ টাকায়। তবুও প্রতিটি লাইট স্থাপনে এত টাকা কেন খরচ হলো, আমাদের জানা নেই। হয়তো এই রাস্তায় জমাট বেঁধে ছিল হাজার বছরের অন্ধকার, হয়তো ভূত-প্রেতের আছরে এই রাস্তা সবসময় অন্ধকার হয়ে থাকতো, অলৌকিক সেই অন্ধকার কাটাতে দরকার হয়েছে অতিপ্রাকৃত লাইট।

তবে খবরটি দেখে উৎফুল্ল হয়ে উঠেছেন মিউজিশিয়ান ও অভিনেতা (নাকি অভিনেতা কাম মিউজিশিয়ান?) তাহসান। নিউজটি দেখামাত্র তিনি একটি ফেক আইডি থেকে সেটা শেয়ার করে লেখেন, 'ফাইনালি আলো খুঁজে পেলাম। আজকেই যাচ্ছি ময়মনসিংহ!'

পোস্টটি দেখেই আমরা সেই আইডিতে হালকা একটা নক দেই। নক দেয়ার আগেই যেন রিপ্লাই করলেন এই তারকা (মানে তার ফেক আইডি)! উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, 'কদ্দিন ধরে আলো খুঁজছি। মনে হচ্ছিল কোথাও পাবো না। এত লাইট, এত আলো! খবরটা পড়েই যেন কল্পনায় আলো দেখে আমার চোখ ঝলসে গেলো!'

নিজের আলোহীন জীবনের নানান দুর্ভোগের কথা জানালেন তাহসান, 'জানেন, আলো তো আলো, আমি প্রথম আলোর অফিসও খুঁজে পাই না। বিশ্বসাহিত্য কেন্দ্রের অফিসও খুঁজে পাই না। আর কত অন্ধকারে থাকব, বলুন! এবার আমি আলোর দেখা পাবোই!'

তিনি যেন আলো খুঁজে পান, সেজন্যই এত বিগ বাজেটের লাইট লাগানো হয়েছে এমনটা জানিয়ে তিনি বলেন, 'ময়মনসিংহের এই আলোকিত রাস্তাটার নাম আমি "তাহসান সড়ক" রাখার দাবি জানাচ্ছি।'

'কেউ কেউ বলছে, এরপরও আপনি আলো খুঁজে পাবেন না। এ ব্যাপারে মতামত কী?' প্রশ্নটা শুনতেই তাহসান বিরক্ত হয়ে কিছুক্ষণ মেসেজ সিন করে রেখে এরপর রিপ্লাই করেন, 'আই ডোন্ট কেয়ার।'

১৬৭১ পঠিত ... ২০:০৭, ডিসেম্বর ০৫, ২০১৯

Top