উন্মোচিত হলো স্টিফেন হকিংয়ের সুন্দর হাতের লেখার নিগূঢ় রহস্য

১১২৩ পঠিত ... ১৮:৪৭, ডিসেম্বর ০৪, ২০১৯

কোচিং সেন্টারের ব্যানারে যেমন এক ডাউস সাইজের মিষ্টি মুখে নিয়ে মেধাবীরা বসে থাকেন, তেমনি নিজের সেই চিরচেনা পোজ নিয়ে একটা হাতের লেখা শেখানো একাডেমির ব্যানারে বসে আছেন স্টিফেন হকিং (মুখে মিষ্টি ছিলো কি না বোঝা যায়নি)। এমন একটা ছবিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উড়ে বেড়াতে দেখা যায়। 'কোচিংইয়ো' কায়দায় হাতের লেখা শেখানো একাডেমির বিজ্ঞাপনের মডেল হওয়ায় এখান থেকে আমরা ধারণা করতে পারি, স্টিফেন হকিং এই প্রতিষ্ঠান থেকেই হাতের লেখা শিখেছিলেন। যদিও তিনি নিজের শেখা এই বিশেষ বিদ্যা খুব বেশিদিন কাজে লাগাতে পারেন নি।

বাংলাদেশি এক হস্তশিল্প একাডেমির এমন সাফল্যের খবর সম্পর্কে জানতে আমরা এক হস্তলিখিত বার্তার মাধ্যমে স্টিফেন হকিংয়ের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করতে গিয়ে ব্যর্থ হই। আমাদের হাতের লেখা মেবি ভালো না, হকিং মেবি আমাদের লেখা বুঝতে পারছেন না; এমন হতাশায় মুষড়ে যাওয়ার আগেই আমাদের মনে পড়ে হকিং স্যার বেশ কিছুদিন আগেই মারা গেছেন।

শেষমেশ আর কোনো উপায় না পেয়ে আমরা হকিং স্যারের মাথার সাথে কানেক্ট করে থাকা সেই স্পেশাল কম্পিউটারের সাথে যোগাযোগ করলে সেই কম্পিউটার আমাদেরকে জানায়, 'ঘটনা সত্য! স্যার বাংলাদেশের একটা একাডেমি থেকেই হাতের লেখা শিখছিলো। স্যারের হাতের লেখা তো খুব একটা যুইতের ছিল না। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্যারের হাতের লেখার ছবি দেখলেই বুঝবেন। এদের কাছ থেকে শিখেই তো স্যারের হাতের লেখা সুন্দর হয়।'

এক পর্যায়ে দুঃখভারাক্রান্ত হৃদয়ে (ইমোজি দিয়ে বুঝিয়েছে) কম্পিউটারটি আমাদের জানান, 'স্যারের কপাল এত খারাপ, এখান থেকে লেখা শেখার পরেই স্যারের হাতে লেখার ক্ষমতা দিন দিন কমে যায়। আহারে! আপনাদের জন্যও আফসোস হয়। আইজ স্যার লিখতে পারলে আপনাদের দেশের নাম স্যারের নামের লগে উচ্চারিত হইতো।'

এক পর্যায়ে বেশ কিছু মুচকি হাসির ইমোজি দিয়ে কম্পিউটার আমাদের আরো বলেন, সরি, লেখেন, 'আপনারা মেবি খেয়াল করেন নাই। ওই ব্যানারের ছবিতে কিন্তু আমিও আছি। আসলে স্যার ওই একাডেমি থেকে লেখা শিখে নিজে লিখতে না পারলেও আমারে শিখায়া গেছে। আমাকেও তারা তাদের মডেল বানাইছে। আমি আপনাদের দেশের শেখানো লেখাতেই লিখি তো! সেজন্যই আমার লেখা এত ঝরঝরে! একদম স্পষ্ট!'

কনভারসেশনের শেষের দিকে বেশ কয়েকটা আফসোসের ইমোজি দিয়ে কম্পিউটারটি আমাদের লেখেন, 'আপনাদের উচিত সরকারি পৃষ্ঠপোষকতায় এই একাডেমির মাধ্যমে আপনাদের দেশের সব ডাক্তারদের স্পষ্ট হাতের লেখা শেখানো!'

১১২৩ পঠিত ... ১৮:৪৭, ডিসেম্বর ০৪, ২০১৯

Top