মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নোটিশ দেখে উত্তেজিত হলেন শামীম ওসমান

১০২০ পঠিত ... ১৭:৫২, ডিসেম্বর ০৩, ২০১৯

‘মাঠে খেলাধুলা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’ সম্প্রতি মুন্সিগঞ্জ পৌর এলাকার একটি মাঠে এমন একটি নোটিশ লাগিয়ে মাঠে খেলাধুলার না করার কথা বলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক। মাঠ খেলাধুলার জায়গা, সেখানে কেন খেলাধুলাকেই নিষিদ্ধ করা হবে; এই নোটিশ দেখার পরে দেশের সর্বসাধারণের মনে এমন ক্ষোভ দেখা যায়। তবে সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেন ‘খেলা হবে’ মুভমেন্টের জনক শামীম ওসমান। ছবিটি দেখে তিনি তর্জনী উঁচিয়ে কয়েকবার ক্রিকেটের 'ফ্রি হিট' সিগনালের মতো হাত ঘুরিয়ে গর্জন করে বলেন, 'খেলা হবে, খেলা হবেএএএ...'!

নিজের একটি ফেক আইডি থেকে ‘খেলা হবে’ ক্যাপশনে লাইভে এসে (ক্যামেরা কালো কাপড় দিয়ে ঢাকা ছিলো) শামীম ওসমান বলেন, 'মানুষের জীবনটাই তো একটা খেলা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ জীবনের প্রতিটি পর্যায়ে খেলে যায়। মুন্সীগঞ্জের যেই জেলা প্রশাসক সেও কি খেলে নাই? খেলে না? খেলা থেকে দূরে সরে যাওয়া যুবসমাজকে দিনের পর দিন ‘খেলা হবে’ স্লোগানে আমি খেলার প্রতি উদ্বুদ্ধ করেছি। আর উনি আসছেন খেলা থামাইতে! আরে *** *** *** একেবারে *** *** কইরা ওদের *** দেবো!'

এই পর্যায়ে তিনি একটু বেশিই উত্তেজিত হয়ে বলেন, 'কোন থামা থামি নাই! চলো এবার মুন্সীগঞ্জে খেলা হবে। আমরা খেলবো।'

শামীম ওসমান সাহেবের উত্তেজনা থামাতে জেলা প্রশাসক লাইভে কমেন্ট করে জানান, 'উত্তেজিত হবেন না বস। আমি খেলা যাবে না বলে পোলাপানকে খেলতেই উদ্বুদ্ধ করতে চাইছি। এইটা একটা নেগেটিভ মুভমেন্ট। যেখানে যা নিষেধ সেখানে তা করাতেই তো আমাদের যত সুখ। নিষেধ লেখায় পোলাপান খেলাধুলার পাশাপাশি আইন ভাঙার খেলাও খেলবে!'

তবে জেলা প্রশাসকের কমেন্টে শামীম ওসমান আরও বিরক্ত হয়ে বলেন, 'খেলা শেখাতে আইসেন না। কাকে খেলা শেখাবেন? আমরা ছোটবেলার খেলোয়াড়...'

১০২০ পঠিত ... ১৭:৫২, ডিসেম্বর ০৩, ২০১৯

Top